বন্ধুরা
একটা লেপটপ নেয়ার প্রয়োজন বোধ করছি, যদিও বাসায় ও অফিসে ডেক্সটপ কমপিউটার আছে। সে কারণেই মিনি লেপটপ নিবো সিদ্ধান্ত নিয়েছি।
বাজেট: ২৫,০০০ - ২৭,০০০
Most common useful configuration.
ব্যবহার করবো প্রধানত: ব্যক্তিগত প্রয়োজনে, ভিডিও কনফারেনসিং(স্কাইপি), অবসরে এন্টারটেইনমেন্ট, ব্লগিং, ওয়েব এপ্লিকেশন, শেয়ার(যদিও শুরু করি নাই) এবং ব্যক্তিগত ডাটা/ফাইল স্টোরেজ।
আপনাদের মূল্যবান মতামত প্রয়োজন, কোন ব্রান্ড ও মডেল ভালো, ৩ থেকে ৫ বছর অনায়াশে ব্যবহার করা যাবে। বাজারে আনেক ব্রান্ড আছে তার মধ্যে কোনটা ভালো। প্রয়োজনে বাজেট কিছু বাড়ানো যাবে যদি আপনারা সাজেষ্ট করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।