আমাদের কথা খুঁজে নিন

   

সরকারি নিয়োগ কার্যত বন্ধ পদ খালি ২১১০০০

প্রতিদিন যা পড়ি পত্রিকার পাতায়, ভাললাগা-মণ্দলাগা সবই শেয়ার করি সবার সাথে।

পাবনাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়োগ নিয়ে ব্যাপক হাঙ্গামা হয়েছে। এরপর থেকেই অনানুষ্ঠানিকভাবে নিয়োগ প্রক্রিয়া কার্যত বন্ধ হয়ে গেছে। এর ফলে সরকারি শূন্য পদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং এর আওতাধীন দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তর এবং মাঠ প্রশাসনে শূন্য পদের সংখ্যা ২ লাখ ১০ হাজার ৮০১।

এসব পদের মধ্যে প্রথম শ্রেণীর পদ খালি রয়েছে ৩৫,৪৬০টি। এছাড়া ২২,৪৩৬টি দ্বিতীয় শ্রেণীর পদ, ১০৬১১৮টি তৃতীয় শ্রেণী ও ৪৬৬৭২টি চতুর্থ শ্রেণীর পদ খালি রয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় থেকে মঞ্জুরিকৃত ১,২৫০,৮৬১ পদের বিপরীতে এসব পদ এখন শূন্য রয়েছে। সূত্র জানায়, বর্তমান মহাজোট সরকারের প্রায় দু’বছর সময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি শূন্য পদ পূরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন। মনে করিয়ে দিয়েছেন নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতিটি ঘরে একটি করে চাকরি দেয়ার জন্য।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় কয়েক বার চিঠি দিয়ে শূন্য পদ পূরণে তাগাদা দিয়েছে। এরপরও কাজে গতি আসছে না। সংস্থাপন মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মাসের পর মাস কেটে গেলেও শূন্য পদে লোক নিয়োগের জন্য কোন কূল-কিনারা করতে পারছেন না তারা। প্রশাসনিক দুর্বলতা, পিএসসি’র সময়মতো নন-ক্যাডার নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ না করা, আদালতের অন্তর্বর্তীকালীন আদেশের কারণে কিছু পদে লোক নিয়োগ থেমে যাচ্ছে। প্রাতিষ্ঠানিক কাঠামোর সমস্যাসহ নানা কারণে এসব পদে লোক নিয়োগ করা যাচ্ছে না।

সূত্র আরও জানায়, গত এক বছরে মাত্র ১৯,২০৩ জনকে নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে ১৩৮৯ জন কর্মকর্তা। এছাড়া এক বছরে ৯১৩০ জন সরকারি কর্মকর্তা- কর্মচারীকে পদোন্নতি দেয়া হয়েছে। এর মধ্যে ৪৯০৮ জন কর্মকর্তা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৬ মন্ত্রণালয় ও বিভাগ, ২১ জেলা প্রশাসনের কার্যালয়, রেলওয়ে, ডাক, পুলিশ ও ২২টি দপ্তর ও অধিদপ্তরে শূন্য পদের সংখ্যা বেশি।

শূন্য পদের দিক দিয়ে শীর্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির দপ্তর ও অধিদপ্তরগুলোতে সব মিলিয়ে ৩৮,৩৭২টি পদ শূন্য। অর্থ বিভাগের দপ্তর ও অধিদপ্তরগুলোতে ৩৬,৫৭৯টি পদ খালি। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দপ্তর ও অধিদপ্তরগুলোতে ১৪,১৭৪; ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং আওতাধীন দপ্তর ও অধিদপ্তরগুলোতে ১২,৭৩৩; সংস্থাপন মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর ও অধিদপ্তরগুলোতে ১২,০৯৯; শিক্ষা মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-অধিদপ্তরে ১০,৮৯৮; প্রতিরক্ষা মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর ও অধিদপ্তরে ৯,৯৮৬; স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর অধিদপ্তরে ৮,৯১৩; নৌ- পরিবহন মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর- অধিদপ্তরে ৭,০৭৯; কৃষি মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠানে ৬,৪৪৯; খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং এর আওতাধীন প্রতিষ্ঠানে ৬,৫৬১; প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১,২৯২; আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠানে ৩৫৫; তথ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠানে ২,৫৭৪; ধর্ম মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠানে ২৩৮; পররাষ্ট্র মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠানে ২১৪, ও বন পরিবেশ মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠানে ২,৯০১; সশস্ত্র বাহিনী বিভাগের ৩,১৫২; বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠানে ২,৪১৬; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠানে ১,৮২১; বাণিজ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠানে ৪৬৫; বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠানে ৩,৩৮৫; পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠানে ১১০; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠানে ১,৮৬৬; মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠানে ৬৩৪; শিল্প মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠানে ৩, ৪২৪; বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠানে ৬৮২; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠানে ২৫০; সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠানে ২৫০; পানিসম্পদ মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠানে ২, ৪৮৫; সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠানে ৬৩৫; মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠানে ১৪; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠানে ৫৯৫; পরিকল্পনা মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠানে ১,৪৬৯; যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এর আওতাধীন প্রতিষ্ঠানে ১,১৫১; মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয় এবং এর আওতাধীন প্রতিষ্ঠানে ১,০৭৫; স্থানীয় সরকার মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠানে ৫,৬০৩; পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং এর আওতাধীন প্রতিষ্ঠানে ২,৪৯৯; যোগাযোগ মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠানে ১,৭৮০; মন্ত্রিপরিষদ বিভাগে ৩২; প্রেসিডেন্টের কার্যালয় ২৩; পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ৯৮, নির্বাচন কমিশন সচিবালয় ৪১১; দুর্নীতি দমন কমিশনে ৩৯৫টি পদ। মানবজমিন ২৬-১১-১০


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.