আমি পাগলা ! াকহগড়ঋাহ্গপড্বড়গ'ক ািগড়া্নকতগাড়কআকডপ
বাংলাদেশে এখন প্রায় সব পত্রিকাই অনলাইনে দেখা যায়। এগুলোর লিঙ্ক যোগার করা সহজসাধ্য না। গুগলে সার্চ দিয়ে দিয়ে বের করতে হয়। আমার বাবা সার্চ দিয়ে দিয়ে বুকমার্ক করে রেখেছিল। ল্যপটপে কি যেন প্রবলেমের কারনে ঠিক করতে দিয়েছিল।
লোকগুলা নতুন করে সেটআপ দিয়ে দিয়েছে।
ব্যস বাবার বুকমার্কগুলো শেষ। এইরকম বাবাদের যেন বুকমার্ক না হারায়, সেজন্য আমি একটা সাইট খুলেছি www.24bd.webs.com । সাইটটাতে কোন এড বা কঠিন ডিজাইন না থাকায় খুব তাড়াতড়ি স্টার্ট হয়।
বাবার সাইটটা খুব পছন্দ হয়েছে।
এখন বাবার হোমপেজ গুগলের বদলে ওই সাইটটাই। সামুর ওয়েব মাস্টাররা দেখে বলুনতো কেমন হলো ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।