সবটাই চাই। তুমি নয় খানিকটাই দিও,তাও না পারো তো-কিছুই চাইনা। তবুও সবটাই চাইতে চাই। চাইতে দিও.. বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের সভাপতি অ্যাডভোকেট জন গমেজ ও সাধারণ সম্পাদক অনিল লিও কস্তা এক যৌথ বিবৃতির বলেন-
বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ আবহমানকাল ধরে শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছে।
এ দেশের সব ধর্মের মানুষ ঐতিহ্যগতভাবেই ধর্মপ্রাণ এবং একে অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।
বাংলাদেশী জাতীয়তাবাদ এ দেশের সব ধর্মীয় সম্প্রদায় ও জাতি-গোষ্ঠীকে মর্যাদা দিয়েছে ও ঐক্যবদ্ধ করেছে। যেহেতু এ দেশের মানুষ পারস্পরিক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল তাই কোনো ধর্ম নিয়ে অশালীন মন্তব্য অন্য ধর্মের মানুষের মনকেও ব্যথিত করে।
ইসলাম পবিত্র ও শান্তির ধর্ম। এ দেশের ৯০ শতাংশ লোক ইসলাম ধর্মে বিশ্বাসী।
পবিত্র ধর্ম ইসলাম ও হজরত মুহাম্মদ সা: সম্পর্কে ইদানীং কিছু ব্লগারের অরুচিকর কটূক্তি দেশের অন্য ধর্মের ধর্মপ্রাণ মানুষের মনকেও ব্যথিত করেছে। ধর্মবিদ্বেষী মন্তব্য এ দেশের মানুষের বিশ্বাস, সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবোধ, সংবিধান, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। আমরা পবিত্র ধর্ম ইসলাম ও হজরত মুহাম্মদ সা: সম্পর্কে কিছু ব্লগারের কটূক্তির তীব্র নিন্দা জানাচ্ছি এবং এ ধরনের মন্তব্য বন্ধে সরকারি পদপে কামনা করছি।
সরকার মানবতাবিরোধী বিচারকে রাজনীতিকীকরণ করে দেশকে অশান্ত করে তুলছে। আইন, আইনের শাসন ও বিচারব্যবস্থাকে গণমানুষের সামনে প্রশ্নবিদ্ধ করছে।
তাই দেশ ও জাতির স্বার্থে মানবতাবিরোধী বিচারকে রাজনীতিমুক্ত রেখে আন্তর্জাতিক মানে স্বচ্ছ, নিরপেভাবে পরিচালনা হওয়া জরুরি।
এই হল চিন্তাশীল মানুষের আজকের বক্তব্য। যদি এ কথা আমি বলতে যেতাম বন্ধুরা আমাকে বলতো রাজাকারের পক্ষে কথা কয়ল। আরে ভাই আবেগ দিয়া কি আর দেশ চলে ? জোস আর আবেগ দিয়া গালাগালি করন যায় প্রেম প্রীতি লুতু পুতু করা যায়। দেশ পরিচালনা করা অন্য জিনিস।
জামাত তো ধরা খায়তেই ছিল কিন্ত অতি উৎসাহী কিছু লোকের জন্য খুব তারাহুরা করে জামাতকে নিসচিনহ করে বিএনপি জোটকে দুর্বল করে আবার ক্ষমতায় রিপিট করার আশায় আওয়ামি সরকার লেজে গবরে করে ফেলছে।
মনে রাইখেন সব অপরাধেরই শেষে বিচার হবে, হতে হয় প্রকৃতির নিয়ম যেমন আজ গু আজম এন্ড গং...রা ধরা খায়ছে।
বাংলাদেশ
জিন্দাবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।