My Name is Md E Mahmud, live in Dhaka, Work at Home
গত কয়েক দিন আগে খবরে দেখতে পেলাম বাংলাদেশের আইনের ধারক বাহকরা সাংবাদিকদের সাক্ষাৎকারে জাতীকে উদ্দেশ্যে করে বলছে ঈদের পর সকল অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে। কথাটি শুনে সেদিন খুবই ভাল লেগে ছিল আবার খারাপও লেগেছিল, ভাল লেগে ছিল এজন্য যে, সরকার একটি ভাল কাজ করতে যাচ্ছে, অবৈধ অস্ত্র উদ্ধার হবে, সন্ত্রাসীরা ধরা পরবে, বাঙ্গালী জাতী অনেক সন্ত্রাসীর কাছ থেকে কিছুটা হলেও নিরাপদ হবে। এত আনন্দময় সংবাদ কার না ভাল লাগবে। আবার খারাপ লেগেছিল এজন্য যে, যখন উপলদ্ধি করতে পারলাম যে, তাদের এই পূর্ব প্রচারনার ফলে সন্ত্রাসীরা আগে ভাগেই তাদের অবৈধ অস্ত্রগুলো সরিয়ে ফেলবে ! তারা অবৈধ অস্ত্র উদ্ধার করবে এমন পরিকল্পনার কথা পূর্বেই কেন প্রকাশ করল এবং প্রতিনিয়তই করছে ! তারা কি এই বিষয়টি এই জন্য প্রচার করে যাচ্ছে যেন সন্ত্রাসীরা তাদের অবৈধ অস্ত্রগুলো নিরাপদ জায়গায় সরিয়ে রাখতে পারে! আইনের ধারন বাহকরা কি কখনো কোন ক্রিমিনালের বাড়িতে তল্লাসির পূর্বে টেলিফোন করে বলেছিল আমরা কিন্তু কিছুদিন পরে আসছি আপনার বাড়িতে অবৈধ অস্ত্র আছে কিনা তল্লাসি চালানোর জন্য ? সরকার অবৈধ অস্ত্র উদ্ধার করবে নিঃসন্দেহে এটি একটি গুরত্বপূর্ন ও মহৎ কাজ কিন্তু সেই কাজটি যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে তাদেরকে কে শ্রদ্ধা করবে। সন্ত্রাসীদের আরাল করার জন্য সরকার এভাবে পূর্ব ঘোষনা দিচ্ছে আমি এমন দায়িত্বজ্ঞান হীন বক্তব্য দিতে চাই না। আমি মনে করি সরকারের উদ্দেশ্য সৎ কিন্তু পরিকল্পনায় কিছু ভুল থাকতে পারে। সেদিনের সরকারের অবৈধ অস্ত্র অভিযানের ঘোষনায় গোটা জাতী আনন্দিত হলেও আমি হতে পারিনি, আমি হয়েছিলাম বেদনায় ভারাক্রান্ত, আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে কয়টি কথাই বা লিখা যায়, তাই গোটা জাতীর কাছে এবং সরকারের কাছে আমার প্রশ্ন্ এই পূর্ব ঘোষনা কি পারবে সন্ত্রাসীদের সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে। পারবে কি সন্ত্রাসমুক্ত সোনার বাংলাদেশ উপহার দিতে ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।