আমাদের কথা খুঁজে নিন

   

দুটি নক্ষত্র

আমার কবিতাকে কেউ যদি টুইটারে ফলো করান তাতে কোন আপত্তি নেই, তবে নিজের বলে চালিয়ে দেবার অপচেষ্টা ভুলেও করতে যাবেন না যেন!..shahed_ar7@yahoo.com

আমরা দু'জনা - যেন আকাশের দু'টি নক্ষত্র, ধুমকেতু, উল্কা ছুটে চলা হেরি' পুলকিত মোদের নেত্র। একই অম্বরে বসত তবু রয়ে যাই ঠিক দুরে, বিচ্ছেদের চারা কুপিয়ে অন্তর অনল দহনে যায় পুড়ে। নয়ন বারি ঝরে সদা প্রিয় মুখখানি হেরিলে, দুঃখ যত ছড়াই মোরা শুণ্য হতে অনিলে। ভরসা শুধু এ প্রেমের হবে না কভু লয়, দুর হতেই ভালবেসে যাব যতদিন অম্বরে ইন্দু-ভানু রয়। আমরা দু'জনা - কেবলই আকাশের দু'টি নক্ষত্র, নাই বা পেলাম এ জনমে তোমায় আর জনমেও হয়ো কলত্র।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।