যেসব থ্রিজি হ্যান্ডসেটের ডায়ালার অপশনে ভিডিও কল অপশনটি নেই সেসব সেট থেকে কি থ্রিজি প্যাকেজের সাথে ভিডিও কলিং এর জন্য যে ফ্রি মিনিট দেয়া হয় সেটা কি উইজ করা যায় ? # যদি যায় তাহলে সেটা কিভাবে ? # যদি না যায় তাহলে থার্ড পার্টি সার্ভিসের মাধ্যমে কি সেটা করা যায় ? ### এখানে ভিডিও কলিং এর জন্য ইন্টারনেটের ডাটা লিমিট ছারা অপারেটর থেকে যে বোনাস ভিডিও কলিং মিনিট দেয়া হয় সেটা ব্যাবহারের উপায় সম্পর্কে জানতে চাওয়া হয়েছে । আমার সেটের মডেল Sony Xperia J এটা কিনতে চাচ্ছি । এর ডায়ালার এ ভিডিও কল অপশনটি নেই কিন্ত Samsung Galaxy SII তে আছে । তাই আমি Confused...... Xperia J তে কি এই সুবিধাটা পাওয়া যাবেনা...? স্পেশালিস্টদের উত্তর আশা করছি ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।