আমাদের কথা খুঁজে নিন

   

অ্যানড্রয়েড হ্যান্ডসেটে বাংলা

অপারেটিং সিস্টেমে বাংলা না থাকার পরও অনেক ডিভাইসে ইন্টারনেট থেকে বাংলা পড়া যায়। কিন্তু অ্যানড্রয়েডের ডিফল্ট ব্রাউজারে এ সুবিধা নেই। তাই অ্যানড্রয়েড হ্যান্ডসেট কিনে বিপাকে পড়ছেন অনেকে। এসব হ্যান্ডসেটে ইন্টারনেট থেকে বাংলা পড়ার জন্য এর ডিফল্ট ব্রাউজার এবং সেটিংস পরিবর্তন করতে হবে। এইচটিসি ডিজায়ার বা স্যামসাং গ্যালাঙ্ িট্যাবের মতো ডিভাইসের অপারেটিং সিস্টেমও অ্যানড্রয়েড হওয়ায় এতে বাংলা পড়তেও একই পদ্ধতি অনুসরণ করতে হবে।

অ্যানড্রয়েড ডিভাইসে বাংলা পড়ার জন্য প্রথমে এর market place -এ যেতে হবে। এরপর search থেকে opera mini browser লিখে ডাউনলোড করতে হবে। এ ক্ষেত্রে search মেন্যুতে অনেক opera browser আসতে পারে। সেখান থেকে বেছে অবশ্যই opera mini browser ডাউনলোড করতে হবে। এরপর এটি ইনস্টল করে ব্রাউজারটি চালু করতে হবে।

এরপর ব্রাউজারের অ্যাড্রেস বারে about:config লিখে এন্টার দিলে ব্রাউজারের power user setting চালু হবে। এখানে নিচে থাকা 'use bitmap fonts for complex scripts' লেখার পাশে yes এবং no প্রদর্শিত হবে। এখান থেকে yes নির্বাচন করে save করতে হবে। এবার সাইটে বাংলা প্রদর্শিত হবে। ইউনিকোড বাংলাগুলোই সাধারণত এ পদ্ধতিতে দেখা যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.