...
গতকাল ২০ নভেম্বর, ২০০৯ ইং তারিখে (পবিত্র ঈদ-উল-আযহার ৪য় দিন) সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ পৌরসভার পূর্ব-লক্ষ্মীকোলা হাজী মার্কেটে ‘আমার গাঁ কৃতি শিক্ষার্থী অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১০’-এর আয়োজন করা হয়। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে পূর্ব-লক্ষ্মীকোলা গ্রামের সচেতন শিক্ষর্থীদের একটি প্রশ্রি“তিশীল সেচ্ছাসেবী সংগঠন ‘আমার গাঁ’। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আমিনুল ইসলাম, জেলা প্রশাসক, সিরাজঞ্জ এবং সভাপতিত্ব করেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মো: আব্দুল মান্নান।
প্রধাতিথি তার বক্তব্যে বলেন, আমার গাঁর মতোন স্বচ্ছেসেবী সংগঠন যদি প্রাতি গ্রামে-গ্রামে গড়ে ওঠে তাহলে দেশকে দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এদের মাধ্যমে গ্রামে ঘুমিয়ে থাকা অগনিত মেধাবীদের জাগীয়ে তোলা সম্ভব।
কৃতি মেধাবীদের ক্রেস্ট বা উপহার দিয়ে শিক্ষার্থীদেরকে লেখারপাড়ার প্রতি উৎসাহিত করা নিঃসন্ধেহে একটি মহদ কাজ। ইভ টিজিংয়ের মহামারি সময় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পূর্ব-লক্ষীকোলা গ্রামের সচেত শিক্ষার্থীদের একটি সংগঠন আমার গাঁ এরকম কাজ করায়, এক দিন এ গ্রাম আদর্শগ্রামে প্ররিনত হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যক্ত রাখেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোসাইন আহমেদ, বেগম নুরুন্নাহার তর্কবাগীশ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আব্দুল মোত্তালেব শেখ, চান্দাইকোনা হাজী মরীয়ম ওয়াহেদ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শামছুল হক, ধানগড়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন। আরো বক্তব রাখেন সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম এবং সংগঠনের সভাপতি মোস্তাক আহমেদ সোহাগ ও সাধারন সম্পাদক জোবায়ের রুবেলসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রামের ৪ জন জিপিএ-৫ পাপ্ত এবং ৫ জন প্রাথমি ও জুনিয়র বৃত্তি প্রপ্ত শিক্ষার্থীকে উৎসহ মূলক অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
গ্রামের ২০১০ সালের সব চেয়ে ভালো ফলাফল কারী শিক্ষার্থী হেলালুর রহমানকে ‘আমার গাঁ উৎসহ মুলক বৃত্তি’ প্রদান করা হয়। এর আগে সকালে সংগঠনের পক্ষে একটি বর্নাঢ্য র্যালির পূর্ব-লক্ষ্মীকোললা গ্রামের বিভিন্ন পাড়ার রাস্তা প্রদক্ষিন করে। এ সময় বাড়ির বউ-ঝিরা র্যালির প্রতি হাত নেরে স্বাগত জানান।
পূর্ব-লক্ষ্মীকোলা গ্রামের বর্তমান পরিসংখ্যান /১০
এডিসি ১ জন (মৃত)
অধ্যক্ষ ১ জন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ৩ জন
কলেজ শিক্ষক ১৪ জন
ব্যাংকার ৪ জন
মাদ্রাসা সুপার ১ জন
স্কুল শিক্ষক ২১ জন
আইনজীবি ১ জন
ইমাম ৭ জন
ইলেক্ট্রিক মিডিয়া ২ জন
প্রিন্ট মিডিয়া ২ জন
ডিপলোমা ইঞ্জিনিয়ার ১ জন
চিকিৎসক ৯ জন
মুক্তিযোদ্ধা ৩ জন
সৈনিক ৩ জন
প্রবাসী ১১৭ জন
মসজিদ ৮টি
মক্তব ২টি
কলেজ ১টি
মাদ্রাসা ১টি
স্কুল ৩টি
পাবলিক লাইব্রেরী ১টি
উচ্চ শিক্ষার বর্তমান অবস্থা
ঢাকা বিশ্ববিদ্যালয় ৪ জন
রাজশাহী বিশ্ববিদ্যালয় ৮ জন
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ৩ জন
জগন্নাথ বিশ্ববিদ্যাল ৩ জন
জাতীয় বিশ্ববিদ্যালয় ১৩১ জন
মোট শিক্ষার্থী সংখ্যা ৮৩৪ জন
মোট জনসংখ্যা ৪৩২০ জন
পুরুষ ২৬৩০ জন
মহিলা ১৫৯০ জন
স্কুলগামী শিক্ষার হার ৯৮ %
পরিকল্পিত পরিবার ৯৬%
পূর্ব-লক্ষ্মীকোলা গ্রামের বর্তমান পরিসংখ্যান /১০
এডিসি ১ জন (মৃত)
অধ্যক্ষ ১ জন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ৩ জন
কলেজ শিক্ষক ১৪ জন
ব্যাংকার ৪ জন
মাদ্রাসা সুপার ১ জন
স্কুল শিক্ষক ২১ জন
আইনজীবি ১ জন
ইমাম ৭ জন
ইলেক্ট্রিক মিডিয়া ২ জন
প্রিন্ট মিডিয়া ২ জন
ডিপলোমা ইঞ্জিনিয়ার ১ জন
চিকিৎসক ৯ জন
মুক্তিযোদ্ধা ৩ জন
সৈনিক ৩ জন
প্রবাসী ১১৭ জন
মসজিদ ৮টি
মক্তব ২টি
কলেজ ১টি
মাদ্রাসা ১টি
স্কুল ৩টি
পাবলিক লাইব্রেরী ১টি
উচ্চ শিক্ষার বর্তমান অবস্থা
ঢাকা বিশ্ববিদ্যালয় ৪ জন
রাজশাহী বিশ্ববিদ্যালয় ৮ জন
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ৩ জন
জগন্নাথ বিশ্ববিদ্যাল ৩ জন
জাতীয় বিশ্ববিদ্যালয় ১৩১ জন
মোট শিক্ষার্থী সংখ্যা ৮৩৪ জন
মোট জনসংখ্যা ৪৩২০ জন
পুরুষ ২৬৩০ জন
মহিলা ১৫৯০ জন
স্কুলগামী শিক্ষার হার ৯৮ %
পরিকল্পিত পরিবার ৯৬%
পূর্ব-লক্ষ্মীকোলা গ্রামের বর্তমান পরিসংখ্যান /১০
এডিসি ১ জন (মৃত)
অধ্যক্ষ ১ জন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ৩ জন
কলেজ শিক্ষক ১৪ জন
ব্যাংকার ৪ জন
মাদ্রাসা সুপার ১ জন
স্কুল শিক্ষক ২১ জন
আইনজীবি ১ জন
ইমাম ৭ জন
ইলেক্ট্রিক মিডিয়া ২ জন
প্রিন্ট মিডিয়া ২ জন
ডিপলোমা ইঞ্জিনিয়ার ১ জন
চিকিৎসক ৯ জন
মুক্তিযোদ্ধা ৩ জন
সৈনিক ৩ জন
প্রবাসী ১১৭ জন
মসজিদ ৮টি
মক্তব ২টি
কলেজ ১টি
মাদ্রাসা ১টি
স্কুল ৩টি
পাবলিক লাইব্রেরী ১টি
উচ্চ শিক্ষার বর্তমান অবস্থা
ঢাকা বিশ্ববিদ্যালয় ৪ জন
রাজশাহী বিশ্ববিদ্যালয় ৮ জন
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ৩ জন
জগন্নাথ বিশ্ববিদ্যাল ৩ জন
জাতীয় বিশ্ববিদ্যালয় ১৩১ জন
মোট শিক্ষার্থী সংখ্যা ৮৩৪ জন
মোট জনসংখ্যা ৪৩২০ জন
পুরুষ ২৬৩০ জন
মহিলা ১৫৯০ জন
স্কুলগামী শিক্ষার হার ৯৮ %
পরিকল্পিত পরিবার ৯৬%
এক নজরে ‘আমার গাঁ’ সম্পর্কে কিছু তথ্য
সংগঠনের নাম : আমার গাঁ
সংগঠনের স্লোগান : উজ্জীবিত হোক জীবন
সংগঠনের ঠিকানা : গ্রাম: পূর্ব-লক্ষ্মীকোলা, পোষ্ট:ধানগড়া, থানা: রায়গঞ্জ, জেলা: সিরাজগঞ্জ
সংগঠনের ধরণ : স্বেচ্ছাসেবী বা অলাভজনক সংগঠন
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য : পূর্ব-লক্ষ্মীকোলা গ্রামকে বাংলাদেশের একটি মডেল গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করা
প্রতিষ্ঠাকাল : ২০ অক্টে^াবর ২০০৮ ইং
আনুষ্ঠানিক যাত্রা শুরু : ১০ ডিসেম্বর ২০০৮ইং
উদ্দোক্তা : ৪ জন
স্থায়ী পরিষদের সদস্য : ৭ জন
কার্যনির্বাহী পরিষদের সদস্য : ২১ জন
সাধারণ পরিষদের সদস্য : ৪৯ জন
সহযোগী পরিষদের সদস্য : ২৩ জন
উপদেষ্টা পরিষদের সদস্য : ৩৩ জন
দাতা পরিষদের সদস্য : ৮ জন
মোট সদস্য সংখ্যা : ৯৩ জন (পুরুষ সদস্য ৭০ জন ও নারী সদস্য ২৩ জন)
কার্যনির্বাহী পরিষদের সভাপতি : মোস্তাক আহমেদ সোহাগ
কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক : জোবায়ের রুবেল
সদস্য হওয়ার যোগ্যতা : এইচএসসি পাস থেকে শুরু করে মার্ষ্টাস অথবা পিএইচডিতে অধ্যায়নরত শিক্ষার্থী হতে হবে। তবে উপদেষ্টা, সহযোগী এবং দাতা সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য নয়।
সফল কার্যক্রম ২০০৮ : ১০ জন কৃতি শিক্ষার্থী ও ৩ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া। কক্সবাজার ও সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন প্রক্রিয়া সচেতনা বাড়াতে আলোচনা ও ভোট গ্রহণ। উক্ত গ্রামের ২০০৮ সালে বর্তমান পরিসংখ্যান তৈরি করা এবং শীতার্থদের জন্য শীত বস্ত্র সংগ্রহ ও বিতরণ।
সফল কার্যক্রম ২০০৯ : ২৭ জন কৃতি শিক্ষার্থীকে উৎসাহ মূলক ‘আমার গাঁ কৃতি শিক্ষার্থী অ্যাওয়ার্ড’০৯’’ প্রদান। আব্দুর রহমার নামের একজন গরীব মেধাবী ছাত্রকে তার নতুন বছরের বই, খাতা, কলম ও বাংলা একাডেমীর ডিকশনারি প্রদান করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুদেরকে স্কুলে পাঠাতে অভিভাবকদেরকে উৎসাহিত করা এবং বাল্য বিবাহ রোধে গ্রামের মানুষকে সচেতন করা হয়।
আয়ের উৎস : সদস্যদের চাঁদা এবং দাতা পরিষদের দান
সংগঠনের বর্তমান সম্পত্তি : ৬টি চেয়ার ও একটি টেবিল, খাতা, কলম এবং ইসমাইল হোসেন সিরাজী গ্রন্থাগার থেকে উপহার পাওয়ার প্রায় ২ হাজার বই।
ভবিষৎ পরিকল্পনা : পূর্ব-লক্ষ্মীকোলা গ্রামকে বাংলাদেশের একটি মডেল গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সব ধরনের কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা
ই-মেইল : ধসধৎমধহ০৮@মসধরষ.পড়স
যে কোন প্রয়োজনে : ০১৭১৯ ০২৩৮০৩, ০১৯১৪ ৭০২৩১২
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।