সিরাজগঞ্জের রায়গঞ্জে দুর্বৃত্তদের দেয়া আগুনে ৭টি গবাদি পশুর মৃত্যু এবং দুগ্ধপোষ্য দুটি বাছুর অগ্নিদগদ্ধ হয়ে মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছে।
গতকাল গভীর রাতে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের ধলজান চকপাড়া গ্রামের অচিন্ত সরকারের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কৃষক অচিন্ত সরকার জানান, শত্রুতাবশত গভীর রাতে দুর্বৃত্তরা তার গোয়ালঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় আগুনে গোয়ালে থাকা দুগ্ধবতী একটি গাভী, একটি মহিষ, একটি ষাঁড় ও ৪টি ভেড়া পুড়ে মারা যায়। দুগ্ধপোষ্য দুটি বাছুর অগ্নদ্ধি হয়।
পরে স্থানীয়দের সহায়তা আগুন নিয়ন্ত্রন করা হয়। পেট্রোল বা কেরেসিন জাতীয় জ্বালানী তেল ছিটিয়ে ঐ অগ্নিসংযোগ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জানান- দুগ্ধপোষ্য বাছুর দুটির মধ্যে একটির অবস্থা আশংকাজনক। প্রয়োজনীয় ওষুধপত্র ও চিকিত্সা দেয়া হচ্ছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিস আহম্মেদ জানান, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখন পর্যন্ত ওই কৃষকের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ দেয়া হয়নি।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।