আমাদের কথা খুঁজে নিন

   

সেকালে প্রবাসীর চিঠি আর একালের এসএমএস

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।
প্রবাসী স্বামীর কাছে স্ত্রীর চিঠি (১৯৯০) প্রিয়তম, আমার সালাম ও ভালবাসা নিও। বাবা-মাবার দোয়া জানিও। টুম্পা, রুম্পা ও মনির সালাম জানিও। বাড়ীর বড় ছোট সকলের সালাম জানিও।

আশাকরি ভাল আছ। রোকনের মাধ্যমে তোমার দেয়া চিটি পেয়েছি। পত্র খানা রোকনের ভাই খোকনের মাধ্যমে পাঠাচ্ছি। সাথে তোমার জন্য সীমের বিচি দিচ্ছি। পাইলে পত্র দিয়ে জানিও।

আজ আর নয়। নিজের দিকে খেয়াল রাখবে। আজ আর নয়। ভাল থেকো। ইতি, তোমারই, সাহারা বেগম।

মজার ব্যাপার হচ্ছে,,, যারা পড়ালেখা জানতো না তারা ক্যাসেট এ কথা বলে কথাবিনিময় করত। বর্তমান ডিজিটাল জামানায় আর চিঠি/ক্যাসেট আদান প্রদান নাই বললেই চলে................ একালের এসএসমএস......... স্ত্রীঃ দেশ থেকে............ Ki korso.. gotokaal phone koroni keno? প্রবাসী স্বামীঃ Office a basto Chilam tai phone korte pari ni..aajke karbo.. Valo Thako আরেক দাপ এগিয়ে এখন....................... স্ত্রীঃ Online a Achi.. প্রবাসী স্বামীঃ Hum, Akto wait koro… তারপর দুইজনে ম্যাসেণ্জারে চ্যাট করে ও একজন আরেকজনকে দেখে। আর জিমেইলটক এ কথা বলে থাকে........................ আগামীতে প্রত্যেক প্রবাসী এই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে প্রিয়জনের সাথে সারাক্ষন কাছাকাছি ও দুর থেকেও পাশাপাশি থাকবে এই প্রত্যাশায় রইলাম। ...................
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।