© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
পিসি ব্যবহারকারী অনেকেই ম্যাক ওএসএক্স দেখে ম্যাকবুক কিনে ম্যাক ওএসএক্স ব্যবহার করার কথা ভাবছেন, কিন্তু অ্যাপেলের অত্যাধিক দামের কারণে বা একটি পিসি থাকতে আরেকটি কেনার প্রয়োজন নেই মনে করে ম্যাক ব্যবহার করার স্বপ্ন পুরণ হয়নি। উবুন্তুর ম্যাকবুন্তু থিম তাদের জন্য দুধের স্বাদ দধিতে মেটানোর মত হতে পারে (ঘোল নয়, কারণ লিনাক্স আর ম্যাক ওএসএক্সের মূল আর্কিটেক্সার প্রায় কাছাকাছি)। আপনার পিসি বা ল্যাপটপে খুব সহজে ম্যাকবুন্তু সেটাপ করার উপায় নিয়ে এই লেখা, তাহলে শুরু করা যাক-
ম্যাকবুন্তু ব্যবহারের জন্য প্রথমে আপনাকে উবুন্তু সেটাপ করতে হবে। উবুন্তুর সাইট হতে ISO-টা নামিয়ে সিডিতে বার্ন করে বা ইউএসবি স্টিক (প্যান ড্রাইভ নামে আমরা চিনে থাকি) সেটাপ করে নিতে পারেন। তবে নতুনদের জন্য Wubi হচ্ছে সবচাইতে ভাল সমাধান।
Wubi দিয়ে মাত্র কয়েকটা ক্লিক করে উইন্ডোজে অধিনে সাধারণ সফটওয়্যার সেটাপের মত করে উবুন্তু সেটাপ করা যায়। নিচের ধাপে আমরা ঐ প্রক্রিয়াটা দেখবো-
Wubi দিয়ে উইন্ডোজে উবুন্তু সেটাপ প্রক্রিয়াঃ
১) উবুন্তুর অফিসিয়াল সাইট হতে Ubuntu 10.10, Maverick Meerkat এর ISO-টা নামিয়ে নিন।
২) Ubuntu 10.10, Maverick Meerkat এর জন্য রিলিজ করা Wubi ডাউনলোড করুন।
৩) Wubi এবং Ubuntu 10.10, Maverick Meerkat একই ফোল্ডারে রেখে Wubi চালু করুন।
৪) Install Inside Windows বাটনে ক্লিক করে সেটাপ শুরু করুন-
৫) প্রয়োজনীয় সেটিংস ঠিক করে Install বাটনে ক্লিক করলে পিসি রিস্টার্ট হবে এবং তারপরের ধাপগুলো অতিক্রম করলেই আপনার উবুন্তু প্রস্তুত।
ম্যাকবুন্তু (MacBuntu) সেটাপঃ
উবুন্তু যথাযথ ভাবে সেটাপ হওয়ার পর আমরা ম্যাকবুন্তু (MacBuntu) সেটাপ শুরু করবে। ম্যাকবুন্তুর স্টেবল ভার্সন ২.২ Ubuntu 10.04 Lucid Lynx এর জন্য তৈরি। আমরা যেহেতু Ubuntu 10.10 Maverick Meerkat ব্যবহার করছি, আমাদের জন্য Macbuntu ২.৩ লাগবে। ম্যাকবুন্তু সেটআপের জন্য নিচের ধাপগুলো ফলো করুন-
১) উবুন্তু টার্মিনাল খুলে ম্যাকবুন্তু ডাউনলোডের জন্য নিচের কমান্ডটি প্রয়োগ করুন-
wget Click This Link -O /tmp/Macbuntu-10.10.tar.gz
Macbuntu-10.10.tar.gz ফাইলটির সাইজ ৪০ মেগাবাইটের মত, ডাউনলোড ঠিকঠাক মত হওয়ার জন্য কিছুক্ষন অপেক্ষা করুন।
২) ডাউনলোড হয়ে যাওয়ার পর এবার আনজিপ করতে নিচের কমান্ড প্রয়োগ করুন-
tar xzvf /tmp/Macbuntu-10.10.tar.gz -C /tmp
৩) ম্যাকবুন্তু ফোল্ডারে যেতে কমান্ড দিন-
cd /tmp/Macbuntu-10.10/
৪) Macbuntu সেট আপের জন্য আবার কমান্ড দিন-
./install.sh
সেটাপ শুরু হবে এবং টুইক ও বিভিন্ন অপশনের জন্য সিস্টেম আপনাকে প্রম্পট করবে।
আপনার সুবিধামত অপশন নির্বাচন করতে থাকুন। সবশেষে সিস্টেম রিবুট করতে চাইবে, রিবুট করুন….. এবং উপভোগ করুন- ম্যাক ওএসএক্সের চেহারা, উবুন্তুতে!
Uninstall Macbuntu:
কখনো যদি মনে হয় আর Macbuntu ব্যবহার করবেন না, তাহলে মুছে ফেলার জন্য টার্মিনালে গিয়ে নিচের কমান্ডগুলো দিন-
cd /tmp/Macbuntu-10.10/
./uninstall.sh
উইন্ডোজেও ম্যাকের থিম পাওয়া যায়, কিন্তু উইন্ডোজের ফাইল সিস্টেম এবং নানাবিধ সমস্যার কারণে খুব একটা আনন্দদায়ক হয় না সে অভিজ্ঞতা। অন্যদিকে উবুন্তুর ফাইল সিস্টেম থেকে শুরু করে বেশ কিছু বিষয়ের সাথে ম্যাকের বেশ মিল থাকায় অনেকটাই উপভোগ্য হয়ে ওঠে। উল্লেখ্য, ম্যাক ইউনিক্স বেজড অপারেটিং সিস্টেম। আশা করি ম্যাক ওএসক্স ব্যবহারের স্বাদ কিছুটা হলেও মিটবে।
সবাই ভাল থাকুন।
--
কম্পিউটার গ্রুপে প্রকাশিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।