বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility
আমি যে কোন পোষ্টে মিন্ট এর মন্তব্য শুনি উবুন্তুর পাশাপাশি । কারণ আমার মধ্যে নতুন কিছু শেখার ভূত চেপেছে । লিনাক্স ওএসকে শেখার অনেক শখ ছিল । আজ থেকে ৭ বছর আগে যখন আমি স্কুলে পড়ি । যাই হোক ।
এখন আবার ব্লগে উবুন্তু সম্পর্কে আর্টকেল পড়তে পড়তে । জেনুইন জেনুইন স্লোগান দিতে দিতে উবুন্তু দুনিয়ায় আসার অনেক ইচ্ছা হয় কিন্তু আসতে পারি নাই । কারণ উবুন্তু ইনস্টল করতে গিয়ে আমি ব্যর্থ হয়েছি । আমার পি এস ২ মাউস আর কি বোর্ড অকেজো হয়ে যায় । অনেক ভাবে চেষ্টা করেছি usb বা dvd দিয়ে রাইট করে ।
ubuntu 8 v. 9.10 দিয়েও চেষ্টা করেছি কিন্ত কোন ভাসর্নই কাজ করে নাই । তাই মিন্ট এর দিকে এগুচ্ছি । দেখি মিন্ট ইনস্টল হয় কিনা । হলে লিনাক্স এর দুনিয়ায় আসব ।
আগের পোষ্টগুলি
উবুন্তু দুনিয়ায় আসতেছি সকলের দোয়া প্রার্থী
হেল্প হেল্প উবুন্তু দুনিয়ায় আসতেছি সকলের দোয়া প্রার্থী
উবুন্তু রাখতে চাই না !
ধন্যবাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।