আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্তুতে ছোট্ট একটি সাহায্য প্রয়োজন

I realized it doesn't really matter whether I exist or not.

উবুন্তু ব্যবহার করে বেশ মজা পাচ্ছি। কিছু কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি বটে, তবে চুরি করা অপারেটিং সিস্টেম ব্যবহার করার অভ্যাস দূর করার উদ্দেশ্যে এসব সমস্যা হজম করতে কোনো সমস্যাই হচ্ছে না। তবে ইদানীং নতুন একটি সমস্যায় পড়েছি যেটা বেশ জ্বালাচ্ছে। আমার বিশ্বাস এটার সমাধানও রয়েছে। নিচের ছবিটি দেখুনঃ উবুন্তুর টপ প্যানেলের ডান দিকের নেটওয়ার্ক আইকনটা প্রায়ই ঝামেলা করে।

দেখা যায়, ইন্টারনেট কানেকশন ঠিকই আছে, কিন্তু আইকনটা ঠিকমতো শো করছে না। এরপর দেখুন মি মেনু দুইবার এসেছে। একবার তার নিজের জায়গায়, আরেকবার পাওয়ার মেনুর জায়গায়। ফলস্বরূপ, পাওয়ার মেনু নিরুদ্দেশ! কিবোর্ডের পাওয়ার কি প্রেস করে কম্পিউটার রিস্টার্ট করলে এসব সমস্যার সমাধান হচ্ছে। কিন্তু পরের রিস্টার্টে আবার একই সমস্যা হচ্ছে।

অর্থাৎ, প্রতিবার এই সমস্যা হচ্ছে না। আর যখন হচ্ছে, তখন পিসি রিস্টার্ট দিলেই সমাধান হয়ে যাচ্ছে। এখন আমি এই বিরক্তিকর ব্যাপারটার স্থায়ী সমাধান চাচ্ছি। আশা করছি উবুন্তু বিশেষজ্ঞরা বিষয়টা দেখবেন এবং সমাধান দিয়ে উপকার করবেন। জানেনই তো, ubuntu for humanity


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।