এত দিন পর হয়তো জোহান ক্রুয়েফকে জবাব দিলেন বার্সার রাজপুত্র। সাও পাওলোর ‘ওয়ান্ডার কিড’-এর সঙ্গে তার কোনো সমস্যা নেই। সব জল্পনা। বরং নেইমারের সঙ্গে তার বোঝাপড়া আরো মজবুত হচ্ছে। তাইল্যান্ডকে ৭-১ উড়িয়ে কুয়ালালামপুরে শনিবার মালয়েশিয়া একাদশের বিরুদ্ধে নামার আগে অকপট স্বীকারোক্তি লিওনেল মেসির।
হঠাৎ মিডিয়া নেইমারকে নিয়ে কেনো জল্পনা করবে সেটা যদিও স্পষ্ট নয়। ‘বার্সার বোমা’ তো প্রতি দিনই মেসির উচ্ছ্বসিত প্রশংসা করে চলেছেন। তা হলে কি প্রাক মরসুম সফর শুরুর আগে কিংবদন্তি ডাচ ফুটবলার ক্রুয়েফের মেসি-নেইমার জুটির সাফল্য নিয়ে সংশয় প্রকাশের জবাব দিলেন বার্সার আর্জেন্তিনীয় তারকা?
“আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। সংবাদমাধ্যমে এ সব বেরিয়েছে। আমরা মাঠের ভেতরে আর বাইরে পরস্পরকে জানার, বোঝাপড়া বাড়ানোর চেষ্টা করছি।
আমরা একসঙ্গে খুব বেশি খেলিনি। তবে নেইমার ক্লাবকে, আমাদের আর ভক্তদের অনেক আনন্দ এনে দেবে,” বলেছেন মেসি। সঙ্গে আরো যোগ করেছেন, “গত বছর চোট নিয়ে শেষ করেছিলাম। এখন বেশ ভাল আছি। শারীরিক দিক থেকে এ বার মরসুমের শুরুটা বেশ ভাল করেছি।
জানি না, এশিয়ায় ট্যুর প্রস্তুতির জন্য সেরা কি না। ”
বার্সা-ভক্তদের আশ্বস্ত করে মেসি আরো বলেছেন, “চেষ্টার ত্রুটি রাখছি না। অনেক ইভেন্টে অংশও নিচ্ছি। প্রচুর ঘুরতে হচ্ছে। যখনই পারছি ট্রেনিং নিচ্ছি।
ম্যাচগুলোকে গুরুত্ব দিচ্ছি। এতে ছন্দে আসতে সুবিধে হবে। খুব ভাল প্রস্তুতি চলছে। ”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।