আমাদের কথা খুঁজে নিন

   

উত্তর দিন। বাস্তবতার সম্মুখীন হোন।



হাসপাতালের ফ্লরে অজ্ঞান হয়ে পড়ে আছে শিউলি নামের একটি মেয়ে। পাশে তার ভাই খোকন, মা রাহেলা খাতুন ও বাবা সুরুজ় আলী। ডাক্তার আসতে এখনও আধাঘন্টা বাকি। শিউলি, যার কথা বলছি ফরসা, ফুটফুটে একটি মেয়ে। পড়াশোনায় বরাবর ভালো।

কলেজে যাওয়া আসার পথে একদিন রবি নামের একটি ছেলে তাকে পছন্দ করে ফেলে। কিছুদিন বাদে রবি শিউলিকে প্রেম নিবেদন করে। কিন্তু শিউলি তা প্রত্যাখান করে। রবি হাল ছাড়ে না। মাস খানেক যেতে না যেতে রবি আবার প্রেমের প্রস্তাব দেয় শিউলি এবারও প্রত্যাখান করে।

রবি তবুও হাল ছাড়ে না। এরকম করতে থাকায় শিউলি রবিকে বোঝানোর চেষ্টা করে যে তার পক্ষে প্রেম করা সম্ভব নয়। কথাটি শুনে রবি ভেঙে পড়ে। সে আর সপ্তাখানেকের মধ্যে শিউলির সামনে আসে নি। একদিন রবিকে পাড়ার রাস্তার মোড়ে দাঁড়িয়ে মাতলামো করছে।

রবি এলাকার মোটামুটি স্বচ্ছল পরিবারের ছেলে, সে ছিলো নম্র ভদ্র , বাবা মায়ের আদরের। এক শিউলির জন্য আজ সে অন্ধকার জগতের বাসিন্দা। রবির বাবা বাধ্য হয়ে রবিকে ঘর থেকে বের করে দিয়েছে। রবি সারাদিন মদ খায় আর রাতে ছিনতাই করে। এভাবেই চলছিলো।

কি মনে করে একদিন শিউলি রবির এসব কান্ডকারখানার জন্য রবিকে চড় মাড়ে। আর সেই ঘটনাটা ঘটেছিলো রবির মাতাল বন্ধুদের সামনেই। এর রেস ধরেই রবির মাতাল বন্ধুরা সেদিন সন্ধ্যায় শিউলিকে অপহরন করে নিয়ে যায় ঝিলের পাড়ের পোড়া বাড়িতে। রবি তখনও বদ্ধ মাতাল সে এগুলোর কিছুই টের পায় নি। এদিকে রবির বন্ধুরা শিউলির উপর পৈশাচিক অত্যাচার করার পর তাকে ঝিলের পাড়ে ফেলে রেখে যায়।

হাসপাতালের ফ্লোরে অজ্ঞান হয়ে এখনও পড়ে আছে শিউলি ডাক্তার এখনও আসে নি। পাশে বাবা মা ভাই ক্রন্দনরত। এদিকে দুপুরে পুলিশ এসে রবিকে ধরে নিয়ে যায়। তখন রবি এ ঘটনা জানতে পাড়ে। এ ঘটনা শুনে রবি নিরব নিস্তব্ধ, তার মুখে কথা নেই।

সে জেলহাজতে। অন্যায়ের সাথে জড়িত না থেকেও সে অন্যায়কারী। আর ওদিকে হাসপাতালের মেঝেতে অজ্ঞান শিউলি। এটা এক বাস্তব সত্তের কাল্পনিক বর্ণনা। এ কেমন বন্ধুত্ত্ব? এ আমাদের যুবকদের কেমন বৈশিষ্ট্য? পাঠক আপনাদের কাছে এর উত্তর চাই।

আপনারা এ ঘটনাটিকে কীভাবে দেখবেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.