আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ ফটোওয়াক ২য়



ব্লগ ফটোওয়াক , একটা সফল ব্লগ ফটোওয়াক শেষ করার পর , আমাদের পরিকল্পনা ছিলো আরেকটি ব্লগ ফটোওয়াকের জন্য, তারই ধারাবাহিকতায় আরেকটি ব্লগ ফটোওয়াক । ব্লগীয় ফটোওয়াক প্রসঙ্গঃ ব্লগীয় ফটোওয়াক SWiBlog Photographers (Flickr ) ব্লগার ক্যামেরাম্যান যেখানে যেতে চান ----- আহসান মঞ্জিল - বৃহস্পতিবার বন্ধ লালবাগ দূর্গ - রবিবার বন্ধ বলধা গার্ডেন - সব দিন খোলা বোটানিকাল গার্ডেন - বন্ধ কোন দিন ঢাকার অদূরে দোহার - নবাবগঞ্জ সাভার / মানিকগঞ্জ ব্লগার আহাদিল যেখানে যেতে চান ----- এরপরের ফটোওয়াকে আমি হাঁটতে চাই সত্যি সত্যি, সেটা বনে-বাদাড়ে হলে সবচেয়ে ভালো। একমাত্র মানিকগঞ্জ আমি যাই নি, তাই ভোট দিলাম ওইটাকে। ব্লগার কালপুরুষ যেখানে যেতে চান ----- বলধা গার্ডেন তারিখ ২৬-১১-১০ অথবা ২৭-১১-১০ সময় ১ . আবদুল্লাহ আল মনসুর ভাই ও কাঊসার রুশো ২৬-১১-১০ বললেন স্থান ১ . গুরুজী গাজিপুরের কথা বললেন ২ . আবদুল্লাহ আল মনসুর ও কাঊসার রুশো বললেন দোহার - নবাবগঞ্জ সাভার / মানিকগঞ্জ ৩ . নুভান ও শওকত আহমেদ বললেন বলধা গার্ডেন ৪ . ব্লগার রেজোওয়ানা বলেছেন: আপনারা মানিকগঞ্জের সাটুরিয়ায় যেতে পারেন, গ্রামটাও সুন্দর আর বালিয়াটি প্যালেসটাও দেখা হয়ে যাবে। তারপর ওখান থেকে সামনের দিকে তেওতা নবরত্ন মন্দির, আর প্যালেসও দেখে আসতে পারবেন..... কিভাবে যাওয়া আসা , সময় বিস্তারিত জানা দরকার এইটা একটা প্রস্তাবনা পোষ্ট কে কে , কবে , কোথায় যেতে চান হাত পা তোলেন মানিকগঞ্জে ও বলধা গার্ডেন ভোটে ১ম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.