ঘাসফুলের কাব্য
অতঃপর,
তুমি; নীল আকাশ, মাটি
নরম সবুজ ঘাস, পালক; মিলেমিশে একাকার;
আর আমার অস্তিত্বের লীন হওয়া।
কিন্তু এতো লীন হওয়া নয়, লীন হওয়া নয়;
এ আমার অস্তিত্বের উত্তরণ,
উত্তরণ আমার পথ চলার,
উত্তরণ আমার মুক্ত বিহঙ্গের মত
অসীমের পথে পা বাড়ানোর।
তোমার হাতে আমার হাত,
আর আমার হাতে জীবনান্দের বনলতাসেন ;
আমার ছোট্ট ঘাসফুল।
অতঃপর,
কিছু ছন্দ পতন, পরম নির্ভরতা;
কিছু উৎকন্ঠা, বিশ্বস্ত হাত,
আর আমার রঙ্গিন প্রজাপতির ডানায় ভর করে বেঁচে থাকা ।
youtube downloader, youtube downloader to mp3, youtube downloader
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।