mrchy_84@yahoo.com
আজ স্পর্শ করব চাঁদ, ছুঁয়ে দিব নিশ্চয়ই
ছুঁতে পেলাম না চাঁদ, ছুঁয়ে দিল আলোয়
নিস্তব্দ রজনীতে জেগে থেকে প্রহরগুনা
নির্মল স্বপ্নের খোঁজে শেষ লগ্নে জ্যোস্নাস্নাত
ভোরের আলোয় না দেখিতে পেয়েও
খুঁজে তাহাই পাইলাম যেন অন্ধকার রাত্রির বুকে
মাকড়শার জালের ন্যায় আবৃত্ত হয়ে থেকে
বাঁচার এক নতুন দিগন্ত উন্মোচনের প্রচেষ্টা
শান্তির পরশ লাভের তীব্র উন্মাদনা
আবেগের মাত্রারিক্তার সীমাহীন আঘাত
লুকায়িত বাসনার প্রাণচাঞ্চল্য উদগীরণ
তীব্র তাপদাহের মাঝে শীতলতার আস্ফালন
মাটির পরতে পরতে শিকড় ছড়িয়ে
নিবিড় বন্ধনে জড়িয়ে পরার অর্ন্তনিহিত আকর্ষণ
ধরার বুকে জানান দিয়ে গজিয়ে উঠা সবুজের আয়োজন
বসন্তের ফুলেল সৌরভ, শীতের পাতাবিহীন বৃক্ষদয়
সৌন্দর্যের বার্তা ছড়িয়েই যেন যাচ্ছে সকলে
এ যেন ভালবাসায় উদ্ভাসিত হওয়া বহুমাত্রেয় রূপ
ভালবাসায় আস্বাদিত হওয়া প্রকৃত তৃপ্তি লাভের প্রয়াস
অনন্ত চাহিদার মাঝেই যেন আমাদের বসবাস
যত পাই তাতেই নই পরিতৃপ্ত, কমতির ঘরেই যেন ভালবাসার বসবাস
কালের বিবর্তনেও যেন ভালবাসা আবিষ্কারের আকাঙ্খা ফিকে হয়ে যায়নি
দৃষ্টিভঙ্গির আদলে ভালবাসার উপস্থাপিত রূপ হয়ত ভিন্নতা
কিন্তু কাঙ্খিত লক্ষ্য একই কেন্দ্রে আবৃত
আজো অনাবিষ্কৃত হয়েই রয়ে গেল অন্তরালে
রহস্যর বেড়াজালেই যেন সর্বদা আচ্ছাদিত
ভালবাসার স্নিগ্ধতায় উদ্ভাসিত হতে চেয়েই
সেই রহস্যর খোঁজে অনবদিকাল চলবে সেই প্রয়াস
তবু চাই ভালবাসা, তবুও তো ভালবাসি
তাই তো ভালবাসার অন্তরালের রহস্য খোঁজে আজও পড়ে আছি।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।