একজন মুক্ত মনের মানুষ ।
এই মহাবিশ্বের স্রস্টা তাঁর বিচিত্র খেয়াল কতভাবেইনা প্রকাশ করেন।গত ছুটিতে যখন দেশে গেলাম তখন সারা এলাকার মানুষ দল বেঁধে একটা কলাগাছ দেখতে যাচ্ছে । আমার বাড়ী থেকেও গেল।মুবাইলে তোলা ছবিটা দেখে সত্যিই আশ্চার্যান্বিত হই ।একটি গাছে ২১টা থোড় বা কলার মোচা বের হয়েছে যা স্বচক্ষে দেখেও বিশ্বাস হতে চায়না।আজ মনে হল ব্লগে বন্ধুদের সংগে কেন শেয়ার করিনা ।(আপনাদের কৌতুহল নিবারনের জন্য স্থানের নাম লিখে দিলাম ।গ্রামের নাম : জিদ্দিনগর ,ইউনিয়ন: সুলতানপুর,থানা ও জেলা : ব্রাহ্মণ বাড়ীয়া ।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।