আমাদের কথা খুঁজে নিন

   

টিয়ারস অফ সাইলেন্সের প্রথম গানের একোস্টিক ভার্সন (ডাউনলোড লিংক)

যখন একা বসে ভাবি তখন সেই ভাবনাগুলোই গান হয়ে যায়। তারপর গীটারটা হাতে নেই সেই ভাবনাকে সুরের মূর্ছনায় ছড়িয়ে দিতে। এভাবেই চলছে গান, ভাবনা আর বেচে থাকা।
লাস্ট আমরা কিছু ডেমো গান বের করেছিলাম প্রায় বছরখানেক আগে। এরপর দীর্ঘদিন মিউজিক নিয়ে তেমন কিছু করার সুযোগ হয়নি নানা রকম ব্যস্ততার কারণে।

অনেকদিন পর গতকাল আমরা আমাদের একটি নতুন গান "সাদা তুলির আচর" নেটে ছেড়েছি। বর্তমানে মিউজিক থেকে একোস্টিক গীটারের ব্যবহার প্রায় উঠেই গেছে। এখন দেখা যায় প্লাকিনগুলোও লীড গীটার দিয়ে বাজানো হয়। সেই মিউজিকের প্রান একোস্টিক গীটারের কথা মাথায় রেখেই আমরা এই গানটি করেছি। এখানে রিদম এবং লীড দুটোই একোস্টিক দিয়ে করা হয়েছে।

রিদমটি খুব সহজেই গীটারের বিগেইনারেরা বাজাতে পারবেন। এবার আসি লিরিক্সের বিষয়েঃ আমাদের সব গানের লিরিকস আমি দার্শনিকতা নির্ভর করার চেষ্টা করি কিন্তু এই গানটি ব্যতিক্রম। এখানে লিরিক্স যথা সম্ভব সহজ এবং আবেগপূর্ন করার চেষ্টা করেছি। লিরিকসটি এরকম ঃ সাদা তুলির আচরে, নীল শাড়ির আচলে একেছি তোমায় এই মনে রংধনুর রংয়ে, স্বপ্নীল এইক্ষণে রেখেছি তোমায় গোপনে। তুমি কাছে এসেছ, ভালোবেসেছ রেখেছ আমায় জড়িয়ে।

প্রথম অন্তরাঃ স্বপ্ন হয়েও চলে গেছ ভাবনা জুড়ে তুমি আছ তুমি প্রথম সকাল, তুমি ভোরের কুয়াশা হয়ে আমায় ছুয়েছ ২য় অন্তরাঃ অন্তরালেও তোমার ছবি অশ্রু দিয়ে একে চলি তুমি প্রথম উষ্ণতা, তুমি একরাশ শুভ্রতা হয়ে আমায় ছুয়েছ। ব্যান্ড মেমবারদের অবদানঃ ভোকাল এবং লিরিকস ঃ আমি (জ়ন রাসেল) গিটার এবং টোটাল কম্পজিশন ঃ মানিক খান গানের থিম এবং ব্যাক আপ ভোকাল ঃ হিমেল হাসান সবশেষে সবার কাছে অনুরোধ রইল একটিবারের জন্য হলেও গানটি শুনে দেখার জন্য। তবে ভালো লাগার ব্যাপারটি রুচি নির্ভর । তারপরও ভালো লাগবে এই প্রত্যাশাই রইল। গানটা শুনতে সহজ মনে হলেও লীডের কাজটা অনেক কষ্ট করেই করতে হয়েছে।

তাছাড়া যারা গীটার বাজান তারা নিশ্চয় জানেন একোস্টিক দিয়ে লীড বাজানো কত কঠিন। সফটওয়্যার নির্ভর মিউজিককে ছাড়িয়ে ইন্সট্রুমেল্টাল মিউজিক আবার জনপ্রিয় হবে এই প্রত্যাশা নিয়েই আমাদের "টিয়ারস অফ সাইলেন্সের" পথ চলা। দেখা যাক, কতদূর যেতে পারি। ভালো থাকুন সবাই। ঈদের শুভেচ্ছা সবাইকে।

ধন্যবাদ (জন রাসেল - টিয়ারস অফ সাইলেন্সের পক্ষ থেকে) গানটির ডাউনলোড লিংক ঃ সাদা তুলির আচর - টিয়ারস অফ সাইলেন্স কিংবা এখান থেকেও দেখতে পারেনঃ সাদা তুলির আচর - টিয়ারস অফ সাইলেন্স সংযোজনঃ গানটির মূল ভার্সন ইতোমধ্যে রিলিজ হয়ে গেছে "রেডিও মিক্সড" নামক অ্যালবামে। সেটি অ্যাকোষ্টিক ভার্শনের চেয়ে আরো বেশী ভাল লাগবে আশা করি। মূল ভার্সনের গানটি নামাতে এখানে যানঃ সাদা তুলির আচর - টিয়ারস অফ সাইলেন্স (অ্যালবাম ভার্সন)
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।