আমাদের কথা খুঁজে নিন

   

“স্বপ্ন দেখার দিন” – টিয়ারস অফ সাইলেন্সের ৩য় গানের ডাউনলোড লিংক

যখন একা বসে ভাবি তখন সেই ভাবনাগুলোই গান হয়ে যায়। তারপর গীটারটা হাতে নেই সেই ভাবনাকে সুরের মূর্ছনায় ছড়িয়ে দিতে। এভাবেই চলছে গান, ভাবনা আর বেচে থাকা।

কাজের ফাকে সময় বের করা আজ কাল বেশ কঠিনই হয়ে যাচ্ছে। “স্বপ্ন দেখার দিন” গানটির কাজ শেষ করার ক্ষেত্রে এটি শুধু কঠিনই নয় বরং কঠিনতম হয়ে উঠেছিল আমাদের জন্য।

সবাইকে কথা দিয়ে ফেলার পর শেষ পর্যন্ত হবে কি হবেনা এমন দোদুল্যমান অবস্থার মাঝে অবশেষে বিষয়টি সম্ভব হয়েছে। এটি আমাদের ব্যান্ডের প্রথম অ্যাকোষ্টিক গান সাদা তুলির আচড়ের মতই অ্যাকোষ্টিক গীটার নির্ভর গান। সাদা তুলির আচড় গানটি রিলিজের পর শ্রোতাদের দেয়া অনুপ্রেরণাই মূলত আমাদের মিউজিকের অন্যতম চালিকা শক্তি ছিল। তখনই প্রথম মনে হয় আমরা শুধু নিজেদের জন্যই নয়, শ্রোতাদের জন্যও মিউজিক করব। তাদের দেয়া উৎসাহ আর অনুপ্রেরণাকে ভিত্তি করেই আরেকটি অ্যাকোষ্টিক গীটার নির্ভর গান করার ইচ্ছে জাগে আমাদের।

“স্বপ্ন দেখার দিন” গানটি সেই ইচ্ছেরই নিছক একটি প্রতিফলন। আমাদের চুলের স্টাইল কতটা স্টাইলিস তারচেয়ে আমাদের গানটা শুনতে কতটা ভালো লাগছে সেটিই আমাদের কাছে বেশী গুরুত্বপূর্ন – এমন একটি কথা বলেছিলেন বুলেট ফর মাই ভ্যালেন্টাইনের লীড ভোকালিষ্ট “ম্যাট টাক”। মিউজিক নিয়ে আমাদের ফিলোসফিটাও এর কাছাকাছি। আমরা কি বাজাচ্ছি এরচেয়ে সেটা শুনতে কেমন লাগছে সেটাই সব সময় আমার কাছে বেশী গুরুত্বপূর্ণ ছিল। সেগুলোকে প্রাধান্য দিয়েই আমাদের প্রতিটি গান করা, এই গানটিও তাই।

জন রাসেল গানটির সব কাজই অ্যাকোষ্টিক গীটার দিয়ে করা হয়েছে। কম্পোজিশনও অনেক সহজ সাবলীল। শুরুতে, কোরাসের ব্যাকগ্রাউন্ডে এবং অন্তরার পরে প্লাকিন দেয়া হয়েছে যেটি আমাদের আগের গানে ছিল না। আগের গান থেকে এই গানটির সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্য মূলত এটিই। এছাড়াও আরো বেশ কিছু মাইনর পার্থক্য আছে।

লিরিক্সটা কিছুটা অ্যাবস্ট্রাক্ট ধরনের। টিয়ারস অফ সাইলেন্স লিরিক্সটি এরকমঃ ভোরের আকাশ, নীরব কথন, আলোর ভুবন আজ অন্ধকারে। রাতের মায়ায় স্বপ্ন বিভোর, অলস প্রহর আজ থমকে থাকে। ঝড়ো আকাশ, ঝড়ো অনুভূতি তবু স্বপ্নের (স্বপ্ন দেখার) দিন অমলিন। চোখের ভাষা ছলছল, তাই বলেই শব্দের নীরবতা।

ইচ্ছেগুলো অর্থ বোনে, বাস্তবতা আজ দিন গুনে। ডানা দুটো মেলবে বলে, অবুঝ সময়ের কোলে। যখন আমি খুজি তোমায়, অন্ধকারের আকুলতায়, জীবনের ব্যর্থতায়। যখন আমি থাকবো নাকো, তোমার ছবি আকবো নাকো, জীবনের সমাধি। অ্যাবস্ট্রাক্ট ধরনের লিরিক্সের কোন নির্দিষ্ট অর্থ থাকে না।

এগুলো বিচ্ছিন্ন অবস্থায় থাকে যা শ্রোতাকে জোড়া লাগিয়ে নিতে হয়। তবু আমরা আমাদের ব্যাখ্যাটা এখানে দিচ্ছিঃ “সুবিস্তির্ণ আকাশটা কখনও অন্ধকারে মিলায়। আলো এসে হারিয়ে যায় অন্ধকারের ছায়ায়। নিঝুম রাতে বিভোর হয়ে দেখা স্বপ্নগুলো রাত পেরিয়ে ভোরে এসে মিথ্যে হয়ে যায় অবলীলায়। তবু কি স্বপ্ন হার মানে? প্রকৃ্তির মাঝে আজ কিসের যেন সংঘাত, মেঘে মেঘে রক্তক্ষয়ী যুদ্ধ।

মেঘের পরতে ঢাকা পড়েছে ভোরের আকাশ। ক্লান্ত দৃষ্টি আজ অবরুদ্ধ। মেঘের এ যুদ্ধ আজ ছোট্ট ছেলেটির মন জুড়েও। জানালা দিয়ে সে আকাশ দেখছে অপলক। সেই চিরচেনা আকাশ, যে আকাশটা তার সার্বক্ষণিক সুখ-দুঃখের সঙ্গী।

আজ দুচোখে তার অশ্রু-প্রপাত। চোখের কোনের নিঃশব্দ জলরাশি আজ বলে যায় স্বপ্নীল দিনগুলোর কথা, প্রিয় মানুষগুলোর কথা। আকাশের মেঘ আর তার মনের বৃষ্টি - দুটোতেই কি অদ্ভুত মিল। দুটোই শব্দহীন তবু জীবন্ত। আকাশটাও আজ মেঘ কাটিয়ে রোদের খোজে প্রতিক্ষার প্রহর গুনে, ছেলেটিও আকাশ পানে তাকিয়ে তার হারিয়ে যাওয়া স্বপ্ন বোনে।

সে জানে, বাস্তবতার কাছে সবাই হার মানে, সেও মানবে। তবু সে স্বপ্ন দেখে। কারণ, আজ স্বপ্ন দেখারই দিন। ” গানটি নিয়ে আর বিশেষ কিছুই বলার নেই। গানে অনেক লিমিটেশান আছে, অনেক দুর্বলতা আছে।

সেগুলো আমাদের সাধ্যের বাইরে ছিল, তাই সেগুলো নিয়ে আমাদের মাথা ব্যথ্যাও নেই। সাধ্যের ভেতরে সবটুকু দিতে পেরেছি কিনা সেটা জানার জন্যই শ্রোতাদের মতামত জানতে চাওয়া। শ্রোতাদের মতামত, সাজেশান, সমালোচনা সবকিছুকেই আমরা পজেটিভলি নেয়ার চেষ্টা করব। মানিক খান মিউজিক আমাদের শব্দময় জগত যেখানে আমাদের সুখ দুঃখের প্রতিফলন ঘটে শব্দের ভাষায়। জীবনের সার্থকতা যেখানে শব্দময়তায়।

সেই ঘোর লাগা জগতের কিছু শব্দ দিয়ে সামান্য কিছু ভালা লাগা উপহার দেয়ার প্রত্যাশা নিয়েই গানগুলো করা এবং আপনাদের সাথে শেয়ার করা। বড় মিউজিশিয়ান বলতে যা বোঝায়, আমরা নিজেকে তেমন কিছু ভাবতে কখনোই পছন্দ করিনা। ভালো লাগা থেকে যে জিনিস করা সেই জিনিসের মধ্যে ছোট বড়, ভালো খারাপের হিসাব আনা আমাদের পছন্দ নয়। এই গানটির উদ্দেশ্য শুধুই ভালো লাগা উপহার দেয়া। সেটা পারলেই এটি স্বার্থক হবে।

গানটির ডাউনলোড লিংকঃ Detail Info: Band: Tears Of Silence (TOS) Song Title: Sopno Dekhar Din Genre: Progressive Rock Country: Bangladesh (Dhaka) Year: 2013 Download Link: ১. স্বপ্ন দেখার দিন ২. স্বপ্ন দেখার দিন ৩. স্বপ্ন দেখার দিন গানটি সরাসরি শুনতে পারেন এখান থেকেঃ স্বপ্ন দেখার দিন (সরাসরি প্লে) আমাদের এই পোষ্টটিতে আপনার মন্তব্য দিলে আমরা আরো কৃতজ্ঞ হবঃ ফেসবুক অফিসিয়াল পেজ পোষ্ট Contribution of Members in this Song: Lead Vocals and Lyrics: Jon Rassel Back up Vocals: Himel Hasan Guitars entire composition: Manik Khan Official Page: অফিসিয়াল পেজ সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা। ঈদ হোক আনন্দময়। আর গানটি শুনতে ভুলবেন না যেন। \m/

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.