পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
প্রথমে নিচের ভিডিও দুটো দেখেন। তারপর:-ভারতের কালচার অনেক পুরোনো ও ঐতিহ্যবাহি, হিন্দু ধর্ম সবচেয়ে প্রাচিন ধর্ম, এমন কথা শুনতে আপনাকে বেশি সময় অপেক্ষা করতে হবে না শুধু ভারতী কোন এক চ্যানেল খুলে বসে থাকুন অথবা কোন হিন্দি ফিল্ম দেখুন। আধুনিক যোগে এসেও হিন্দি ফিল্মের শুরুতে বিভিন্ন দেব দেবির মুর্তির ছবি দেখানো থেকে ফিরতে পারেনি ইন্টারনেশনাল বলিউড। এ বিষয়ে আমার কোন কমেন্ট নেই তবে এটা ভাল গুন যে নিজের কালচার ও বিশ্বাস কে ওপরে তুলা।
কিন্ত হালের হিট রিয়ালিটি 'শো' বিগবস এ অতিথি হিসেবে আনা হলো হলিউডের চরম বিতর্কিতা মডেল কাম অভিনেত্রী 'পামেলা এন্ডারসন'। এবং তাকে যেই পোষাকে প্রকাশ করা হলো তাতে ভারতের কালচার যে কতটুকু সমৃদ্ধ সে ব্যাপারে প্রশ্ন উঠতেই পারে। সেইদিন হয়ত বেশি দুরে নয় যেদিন আমেরিকা থেকে পর্ন সেলিব্রেটিদের আনাহবে ভারতী চ্যানেল গুলোতে। জানতে চাওয়া হবে তাদের জিবনের অভিজ্ঞতা। পরামর্শ চাওয়া হবে ভারতি নওজোয়ানদের জিবনে উ্নতি করার টিপস।
পামেলা ভারতে এসেছে নিঃসন্দেহে টাকার বিনিময়ে। যেই মহিলা টাকার বিনিময়ে কাপর বিহিন মডেলিং করতে পারে তাকে কি টাকা দিয়ে ইন্ডিয়ান সেলুয়ার কামিস বা ভাল করে শাড়ি পরানো যেতো না?? যেত না সমৃদ্ধশালি ভারতি কালচারের সাথে পামেলাকে পরিচয় করিয়ে দিতে??
যেত যেত, আসলে তাকে আনাই হয়েছে তার দেহ দেখিয়ে অনুষ্ঠানকে আরো পপুলার করতে। ভারতি সংস্কৃতিকে আরো সমৃদ্ধি করতে। নিজস্ব সংস্কৃতি বলতে আবার কি কোন জিনিস আছে? নিজস্ব কালচারের কি কোন মুল্য আছে?? টাকাই যে তাদের নিকট আসল কালচার।
ভারতের রিয়ালিটি 'শো' বিগবস বাংলাদেশে প্রকাশ বন্ধ করার দাবি জানাই।
১) http://indiantvshow.info/dm.php?file=xfo455
২) http://indiantvshow.info/dm.php?file=xfo4cw
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।