২.০ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরায় চলছে। যোগাযোগ <<< photopagol@gmail.com >>>
ঈদের পরে নাকি বি এন পি নামতেছে আন্দেলনে। আমার বড় ভয় হল শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে। আন্দোলনে কেন পোলাপানের সবার পড়ালেখায় বিঘ্ন ঘটবে। আহারে , মহাজোটের মহাধর্মঘটের কথা তো আর ভুলি নাই ।
পুরাই তাজা আছে। সবার কি কষ্টই না হয়েছিল সবার। তাই বলে বি এন পি। আরে তুমি (হাম্বা ) অধম হইলে আমি উত্তম হইবনা কেন ???
আপনারা কি এই কথাটা ভেবে দেশের ভবিষ্যতের কারিগরদের কে আপনাদের আন্দোলনের ছোবল এর বাইরে রাখতে পারেন না ??? আপনারা কতটুকু দেশ দরদি তা বুঝার সময় আসছে। দল যেই হোক সবাই -ই কিন্তু ছাত্রদের নানান কাজে ব্যবহার করে ।
ঢাবি সহ সব সরকারী ভার্সিটির ২৪ টা বাজে । কিন্তু আর নয়।
আর যারা ছাত্রদের লিডারগিরি করে তাদের তো আর ভবিষ্যতের দিকে কোন টেনশন নাই। বাবা - মা কে দেখাশোনা করার দ্বায়িত্বের চিন্তা নাই।
আর কষ্টে পরি আমরা।
প্লীজ !!!! মহাজোট আর চারদলীয় জোট বুঝিনা। আপনাদের নোংরা রাজনীতি কে যারা রিপ্লেস করতে পারে তাদের আগে ভালমত পড়ালেখা করতে তো দিন। তারা শিক্ষিত না হলে তো চুলাচুলি করব আবার।
পোষ্ট শেষ। (মেজাজ ব্যাপক খারাপ )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।