আমাদের কথা খুঁজে নিন

   

মহাজোট মহাসরকারের এক বছরের আমলনামার খতিয়ান!

মানবতার গান গেঁয়ে যায়-তারুণ্যের প্রেরণায়

২৯ ডিসেম্বর ডিজিটাল কারচুপির নিবাচনে মহা সাফল্যের পর ,এক বছর পার হল চৌদ্দ দলীয় জোটের। দিল বদল এবং ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে নতুন ভোটারদের মনোযোগ আকষন করে এবং বিতকিত অস্বাভাবিক সরকারের মহা সহযোগিতায় তারা ক্ষমতায় যেতে সক্ষম হয়। ৬ ই জানুয়ারী তাদের এক বছর পূণ হলো। কি দিলো দেশের জনগণকে?১০ টাকা চাউল আর ফ্রি সারের কথা বলে পাচঁ বছরের এক বছরে দেশের জনগণের জান-মালকে হুমকির মুখে ফেলে দিল তারা। এ এক বছরে তাদের আমলনামায় গত সরকার গুলোর পাচঁ বছরের কমের চেয়ে বেশি মহাসাফল্য!! অজিত হয়েছে।

বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত তাদের আমনামার মহা খতিয়ান সচেতন জনসাধারণের উদ্যেশে পেশ করা হলো- বিদায়ী বছরে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১৫৪ জন। এর মধ্যে ১২৯ জনই নিহত হয়েছেন ক্রসফায়ারে। এছাড়া সীমান্তে ভারতীয় বিএসএফের গুলি ও নির্যাতনে নিহত হয়েছেন ৯৬, আহত হয়েছেন ৭৯ ও অপহরণের শিকার হয়েছেন ২৫ জন। এছাড়া সীমান্তে আরও ৯২ জন নিহত হয়েছেন। অধিকারের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ধর্ষণের পর ৬৪ নারী ও ৩৩ মেয়েশিশু হত্যার শিকার হয়েছেন। এতে বছরব্যাপী দেশের মানবাধিকার, নারী নির্যাতন, আইন-শৃঙ্খলা ও রাজনৈতিক সহিংসতার চিত্র ফুটে উঠেছে। তবে গত বছর সরকারি রোষানলে পড়েছিল অধিকার নিজেও। সরকার বন্ধ করে দিয়েছিল অধিকারের নির্যাতন প্রতিরোধ বিষয়ক কার্যক্রম। এর জন্য অধিকারকে সুপ্রিমকোর্টের আশ্রয় নিতে হয়েছে।

দেশের ভেতর থেকে উলফার রাজনৈতিক নেতাদের ভারতীয় বাহিনীর ধরে নিয়ে যাওয়া এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর সরকার ও সরকারি দলের হস্তক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে অধিকার। একই সঙ্গে হিযবুত তাহরীর নিষিদ্ধ করায়ও উদ্বেগ প্রকাশ করা হয়। অধিকারের প্রতিবেদনে উল্লেখ করা হয়, আইন প্রয়োগকারী সংস্থার হাতে নিহত ১৫৪ জনের মধ্যে র্যাবের হাতে ৪১, পুলিশের হাতে ৭৫, যৌথভাবে র্যাব-পুলিশের হাতে ২৫, সেনাবাহিনীর হাতে ৩, আনসারের হাতে ২, জেল পুলিশের ১, বনরক্ষীদের হাতে ১, বিডিআরের হেফাজতে ৫ ও কোস্টগার্ডের হাতে ১ নিহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। উল্লেখিত ১৫৪ জনের মধ্যে ৩৫ জন আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে মারা গেছেন। অধিকারের রিপোর্টে উল্লেখ করা হয়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ১৫৪ জনের মধ্যে ১২৯ জনই ‘ক্রসফায়ার/এনকাউন্টার/বন্দুকযুদ্ধে মারা গেছেন বলে অভিযোগ রয়েছে।

এদের মধ্যে র্র্যবের হাতে ৩৮, পুলিশের হাতে ৬৩, যৌথভাবে র্র্যব-পুলিশের হাতে ২৫, সেনাবাহিনীর হাতে ৩ জন নিহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ সময়ে নির্যাতনে মারা গেছেন ২১ জন। এদের মধ্যে ৩ জন র্যাবের নির্যাতনে, ১১ জন পুলিশের নির্যাতনে এবং ১ জন জেল পুলিশের নির্যাতনে মারা গেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া ১ জন কোস্টগার্ডের হাতে এবং ৫ জন বিডিআরের হেফাজতে নির্যাতনে নিহত হন বলে জানানো হয়েছে। এছাড়াও গেল বছরটিতে সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতন থেকে রেহাই পায়নি নারীরাও।

শুধু বোরকা পরার অপরাধে সন্দেহের ভিত্তিতে পিরোজপুরে ৩ জন নারীকে পুলিশ ৫৪ ধারায় ধরে নিয়ে যায়। ধরে নিয়েই ক্ষান্ত হয়নি সরকার। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হয়েছে। সুপ্রিমকোর্টের নির্দেশে ছাড়া পায় ওই ৩ নারী। আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের চিত্র তুলে ধরে অধিকারের রিপোর্টে বলা হয়, মুন্সীগঞ্জের শ্রীনগরে যুবদল কর্মী জিয়াউল হককে জমিজমা সংক্রান্ত মামলায় ২৮ এপ্রিল ২০০৯ পুলিশ আটক করে।

অভিযোগে প্রকাশ, তাকে চোখ ও হাত-পা বেঁধে পুলিশ নির্যাতন করে। পিলখানা হত্যাকাণ্ড মামলায় গ্রেফতারকৃত সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টু ১১ জুন ২০০৯ আদালতে বলেন, রিমান্ডে নিয়ে সিআইডি তার ওপর ব্যাপক নির্যাতন চালিয়েছে। রিমান্ডে থাকাবস্থায় স্বীকারোক্তি না দিলে ‘ক্রসফায়ারে’ তাকে মেরে ফেলারও হুমকি দেয়া হয় বলে তিনি অভিযোগ করেন। ১৮ জুন ২০০৯ রাত ১১টার দিকে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টারের এফ ব্লকের বিজলী মহল্লার ২৪/৮ নম্বর বাসার মালিক মৃত আবুল হোসেনের পুত্র মঞ্জুর মোর্শেদ শিপুকে (৪১) তার মোহাম্মদীয়া হাউজিংয়ের ১ নম্বর রোডের ৩০ নম্বর ভাড়া বাড়ির গেট থেকে ৭/৮ জন লোক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ১৯ জুন ২০০৯ ভোর সাড়ে ৪টার দিকে কিশোলয় বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে গুলিবিদ্ধ অবস্থায় শিপুর লাশ পাওয়া যায়।

লাশে প্রহারের চিহ্ন ছিল বলে শিপুর পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান। পরিবারের অভিযোগ, সন্ত্রাসীরা নয়, কোনো আইন প্রয়োগকারী সংস্থার লোকজন শিপুকে তুলে নিয়ে স্বীকারোক্তি আদায়ের জন্য নির্যাতন এবং গুলি করে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে। ১৪ জুলাই ২০০৯ ঢাকা জেলার লালবাগ থানার ১৭৮/২, বংশাল রোডের মরহুম লালু মিয়ার ছেলে মোঃ লিয়াকত আলী বাবুলকে (৪২) বংশাল চৌরাস্তার কাছে পঞ্চায়েত কবরস্থান রোডের ‘মিলু অটো’ নামের একটি দোকান থেকে র্যাব-১০-এর সদস্যরা আটক করে নিয়ে যায়। র্যাব-১০ সদস্যরা ধলপুর ক্যাম্পে নিয়ে গেলে মেজর আবু মোহাম্মদ সিদ্দিক আলম সারাদিন দফায় দফায় বাবুলকে নির্যাতন করেন বলে অভিযোগ পাওয়া যায়। ২৪ আগস্ট ২০০৯ সকাল ১০টার দিকে ছাত্রদলের নেত্রকোনা জেলার আটপাড়া শাখার সভাপতি মোর্শেদ হাবীব ভুঁইয়া জুয়েল (৩২) খাদ্য গুদাম মেরামতের জন্য টেন্ডারের কাগজপত্র জমা দিতে ঢাকায় আবদুল গণি রোডে অবস্থিত খাদ্য ভবনে যান।

সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার শাহবাগ থানা পুলিশ জুয়েলকে গ্রেফতার করেন। রাত ১০টার দিকে নেত্রকোনা মডেল থানার পুলিশ সদস্যরা তাকে ওই থানায় নিয়ে যান। জুয়েলকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার লক্ষ্যে ২৫ আগস্ট ২০০৯ থেকে ৩ দফায় ৭ দিনের রিমান্ডে নিয়ে নেত্রকোনা থানা পুলিশ নির্যাতন করে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ১ সেপ্টেম্বর ২০০৯ রাত ৮টার দিকে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার লাউয়াই এলাকার ৩ নম্বর নাসিমা হাউসের বাসিন্দা আবুল বাশার তুহিনকে (৪০) কোতোয়ালি থানার পুলিশ শহরের বাগবাড়ির ১৫৮ নম্বর বাসা থেকে গ্রেফতার করেন। সারারাত নির্যাতন করার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন।

এরপর প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিত্সা করানো হয়। অবস্থা আরও খারাপ হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তুহিনের ডান পা কেটে ফেলা হয়। গত ১৩ অক্টোবর ২১ আগস্ট বোমা হামলার অভিযোগে গ্রেফতারকৃত আবদুস সালাম পিন্টুর আইনজীবী খোন্দকার মাহবুব হোসেন হাইকোর্টে একটি আবেদন পেশ করে বলেন, ‘গত ৮ অক্টোবর হাইকোর্টে পিন্টুর জামিন আবেদনের শুনানির কথা ছিল। ওইদিন রাষ্ট্রপক্ষ থেকে সময় চাওয়া হলে শুনানি মুলতবি করা হয়।

এ অবস্থায় ১১ অক্টোবর পিন্টুকে তিনদিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ডে নিয়ে নির্যাতন করে তার কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের চেষ্টা করা হয়। জামিন আবেদন অকার্যকর করার জন্যই তাকে রিমান্ডে নেয়া হয়। তিনি বলেন, হাইকোর্টে জামিন আবেদন নিষ্পত্তির অপেক্ষায় থাকা অবস্থায় রিমান্ডে নেয়া আদালতের প্রতি অবমাননা। গত ২২ অক্টোবর ২০০৯ দৈনিক নিউ এজের স্টাফ রিপোর্টার এফএম মাসুমকে যাত্রাবাড়ির ভাড়া বাসা থেকে আটকের পর বেধড়ক পিটিয়ে আহত করে র্যাব সদস্যরা।

৩০ অক্টোবর ২০০৯ সকাল ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার ১৫৪/১৭, উত্তর ছায়াবীথি (শ্মশানঘাট) মহল্লার পারভেজ জাকারিয়া (২৫) তার লেগুনা গাড়ি মেরামতের জন্য শিববাড়ী পুরাতন বাসস্ট্যান্ডের আলম অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে যান। জয়দেবপুর থানার তিন পুলিশ সদস্য পারভেজ জাকারিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে চোখ, মুখ ও হাত বেঁধে নির্যাতন করে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৩ ফেব্রুয়ারি ২০০৯ জেনেভার হিউম্যান রাইটস কাউন্সিলে ইউনিভার্সাল পিরিওডিক রিভিউর আওতায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়। সেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি বলেন, আওয়ামী লীগ সরকারের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ রয়েছে। গত ১১ ফেব্রুয়ারি ২০০৯ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেন, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যারা ঘটাবে, তাদের বিচারের সম্মুখীন করা হবে।

’ গত ৫ মে ২০০৯ ‘ক্রসফায়ার’কে আর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতিয়ার হিসাবে ব্যবহার করতে দেয়া হবে না বলে জানিয়েছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের পরদিন ৬ মে ২০০৯ তত্কালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেন, ‘কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে সরকার যুক্ত নয়। তবে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ-র্যাব আত্মরক্ষার্থে যা যা করা দরকার তা করবে। এই দুই মন্ত্রীর বক্তব্যের পর গত ১৬ই মে ২০০৯ স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘আত্মরক্ষায় এনকাউন্টারের ঘটনা ঘটতেই পারে’। গত ১২ সেপ্টেম্বর ২০০৯ বর্তমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, ‘ক্রসফায়ার বলতে কিছু নেই।

ক্রসফায়ার নিয়ে যেসব কথা বলা হয় তা আদৌ ক্রসফায়ার নয়। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আত্মরক্ষার সময় এসব মৃত্যু ঘটে। ৩ অক্টোবর ২০০৯ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিবিসি বাংলাদেশ সংলাপে বলেন, ‘সন্ত্রাসীদের কোনোভাবে দমন করা যাচ্ছে না বলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রসফায়ারের ঘটনা ঘটছে। সন্ত্রাস বন্ধের বিকল্প পন্থা হিসেবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা হচ্ছে। এক সময় এমনিই সন্ত্রাস বন্ধ হয়ে যাবে।

তখন আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রয়োজন হবে না। ৮ অক্টোবর ২০০৯ নৌপরিবহনমন্ত্রী নারায়ণগঞ্জের ফতুল্লায় বলেন, ‘দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য এনকাউন্টারে কোনো সন্ত্রাসী নিহত হলে তাতে মানবাধিকার লঙ্ঘিত হয় না। বর্তমানে এনকাউন্টারের কারণেই চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ রয়েছে। গত ২৬ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, ‘আসলে ক্রসফায়ার বলে কিছু নেই। ক্রসফায়ার এখন হচ্ছে না, কখনও হবে না ।

তার সরকার ক্রসফায়ার সমর্থন করে না। আসল কথা হলো, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর যদি আক্রমণ করে, তখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও জীবন বাঁচাতে পাল্টা আক্রমণ করে। প্রধানমন্ত্রীসহ সরকারের প্রভাবশালী মন্ত্রীদের এ ধরনের বক্তব্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি হওয়ার পাশাপাশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটেই চলেছে। অধিকার এ ধরনের পরস্পরবিরোধী বক্তব্য এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। অধিকার মনে করে, দেশে ফৌজদারি বিচার ব্যবস্থাকে পরিপূর্ণভাবে কার্যকর করতে না পারায় রাষ্ট্র কর্তৃক হত্যাকারীদের দায়মুক্তির সুযোগে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটে চলেছে।

বিচার ছাড়া অভিযুক্তদের খুন করার রেওয়াজ বর্তমান সরকারের আমলে ব্যাপকতা ও বিস্তৃতি লাভ করেছে। মন্ত্রীদের বক্তব্যের কারণে অধিকার আশঙ্কা করছে যে, সরকার আইনি প্রক্রিয়ার বাইরে বিচার ছাড়া নাগরিকদের হত্যা করাকে এখন নীতি হিসেবে গ্রহণ করেছে। অধিকার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির এ বিপজ্জনক অবনতির জন্য গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ সংবিধানের ৩১ নং অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা আছে যে, ‘আইনের আশ্রয়লাভ এবং আইন অনুযায়ী ও কেবল আইন অনুযায়ী ব্যবহারলাভ যে কোন স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিকের এবং সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপরাপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার এবং বিশেষত: আইনানুযায়ী ব্যতীত এমন কোন ব্যবস্থা গ্রহণ করা যাইবে না যাহাতে কোন ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির হানি ঘটে। ’ তাছাড়া অনুচ্ছেদ ৩২ পরিষ্কার বলেছে, ‘আইনানুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তিস্বাধীনতা হইতে কোন ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না’।

মন্ত্রীদের মন্তব্য বিচার ছাড়া হত্যার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সংবিধানবিরোধী কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে উত্সাহিত করছে এবং হত্যার রেওয়াজকে রাজনৈতিক বৈধতা দেয়ার এ চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। গত ১৬ নভেম্বর মাদারীপুর সদর উপজেলার শিরধারা ইউনিয়নের দুই সহোদর লুত্ফর রহমান খালাসী ও খায়রুল খালাসী র্যাব-৮-এর ক্রসফায়ারে নিহত হয়। আপন দুই সহোদরের মৃত্যুর ঘটনাটি কেন আইন ও বিচারবহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। গত ১৭ নভেম্বর বিচারপতি এএফএম আবদুর রহমান ও বিচারপতি মোঃ ইমদাদুল হক আজাদকে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে (সুয়োমটো) এই আদেশ প্রদান করেন। গত ১৪ ডিসেম্বর মামলার শুনানিকালে আদালত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের জন্য অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে সরকারকে নির্দেশ দেন।

১০ সেপ্টেম্বর রাত ১২টা ৩০ মিনিটের দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১-এর অপারেশন অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট রায়হান আসগর খানের নেতৃত্বে একদল র্যাব সদস্য ঢাকার ৩২৩, পূর্ব রামপুরায় নবনির্মিত আফতাব টাওয়ারে অভিযান চালায়। ওই অভিযানে ৩৩৫/৬-বি, টিভি রোডের কায়সার মাহমুদ বাপ্পীকে (২৪) গুলি করে হত্যা করে বলে অভিযোগ পাওয়া যায়। এছাড়াও অধিকারের রিপোর্টে বলা হয়, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনের পর ১ জানুয়ারি থেকে নির্বাচনী সহিংসতায় ১৭ জন মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক নাগরিক। গেল বছরটিতে নারী নির্যাতন ও এসিড সন্ত্রাসে অনেক নারী প্রাণ হারিয়েছেন।

অনেকের সারা জীবনের জন্য এসিডে ঝলসে গেছে শরীর। অধিকারের রিপোর্টে বলা হয়, ধর্ষণের পর ৬৪ জন নারীকে হত্যা করা হয়েছে এবং আরও ৩৩ জন মেয়েশিশু ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের উদ্বেগ প্রকাশ করে বলা হয়, গত ২৭ মার্চ ফেনী সদর উপজেলার কাজীরবাগ বাজারে যুবলীগ ক্যাডার সুমনের নেতৃত্বে বেলাল হোসেন অপেল, মহিউদ্দিন নূরন নবী, অনিক বিশ্বাস, দেলু, মোঃ ইসমাইল, নিজাম উদ্দিন, মোঃ আজাদ ও আবদুর রহিম সশস্ত্র হামলা করে সংখ্যালঘু হীরা বণিকের ঘরবাড়ি ভাংচুর এবং ৫ লাখ টাকার মালামাল লুট করে। গত ২৮ মার্চ জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পণ্ডিতপুরের হিন্দু ধর্মাবলম্বী অধ্যুষিত সরকারপাড়ার বিমল চন্দ্র সরকারের (৫০) বাড়িতে একদল দুষ্কৃতিকারী অগ্নিসংযোগ করলে গোয়ালঘরে থাকা ৪টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এবং আরও ৩টি গরু অগ্নিদগ্ধ হয়। রাজধানী ঢাকার সূত্রাপুরে পঞ্চাশ বছরের পুরনো একটি মন্দির ভেঙে ফেলেছে আওয়ামী লীগ সমর্থকরা।

স্থানীয় সূত্র জানায়, ৩২ কাঠা সম্পত্তি রয়েছে এই মন্দিরের। এই সম্পত্তিতে হিন্দু-মুসলমান মিলে মোট ৬৮টি পরিবার বসবাস করে। গত ৩০ মার্চ আওয়ামী লীগ সমর্থক সালেহ এবং তার দুই ছেলে দিপু ও আসাদ ১৩টি হিন্দু পরিবারকে উচ্ছেদ করে মন্দিরের সম্পত্তি দখল করে নেয়। এই সময় শিব, কালী এবং সরস্বতীর প্রতিমা ভেঙে ফেলা হয়। ব্রাহ্মণবাড়িয়া শহর এলাকার উত্তর পৈরতলা দারিয়াপুরে শহর আওয়ামী লীগের সভাপতি মুসলিম মিয়া এবং তার পরিবারের অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ এলাকার জেলে পরিবারসহ কয়েকশ’ সংখ্যালঘু হিন্দু পরিবার।

নির্যাতিত পরিবারের সদস্য মত্স্যজীবী হরেকৃষ্ণ দাস বলেন, প্রায়ই তাদের বাড়িঘরে হামলা করে কিশোরী ও মহিলাদের সম্মানহানি এবং লুটপাট চালানো হয়। গত ২২ আগস্ট রাজধানী ঢাকার সূত্রাপুরে জমি দখলের উদ্দেশ্যে এক হিন্দু পরিবারের নারী শিশুসহ ৯ সদস্যকে অপহরণের প্রায় আটঘণ্টা পর তাদের উদ্ধার করেছে পুলিশ। ডিবি পুলিশ পরিচয়ে ঋষিকেশ দাশ লেনের ৯৫ নম্বর বাড়ি থেকে তাদের অপহরণ করা হয়। এ সময় ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ স্থানীয় আওয়ামী লীগের চার কর্মীকে গ্রেফতার করে।

গত ১০ সেপ্টেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলায় একদল দুষ্কৃতিকারী গভীর রাতে মন্দিরে ঢুকে দুর্গা প্রতিমা ভাংচুর করে। * গত বছর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রসফায়ারে নিহত হয়েছেন ২২৯ জন। এ সময় ১৭৫ সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন; এর মধ্যে ৩ জন সাংবাদিক খুন হন। ধর্ষণের শিকার হয়েছেন ৪৩৯ জন; এর মধ্যে গণধর্ষণের শিকার ১৫৫ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৬২ নারীকে।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ‘মানবাধিকার বাংলাদেশ-২০০৯’ শীর্ষক রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন ও সালিশ কেন্দ্রের এ রিপোর্ট প্রকাশ করা হয়। রিপোর্টে জানানো হয়, গত ১৪ বছরের তুলনায় ২০০৯ সালে ক্রসফায়ার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক সহিংসতা, সাংবাদিক ও নারী নির্যাতনসহ মানবাধিকার লঙ্ঘনের অন্যান্য ঘটনা বেশি ঘটেছে। মত প্রকাশ, সমাবেশ ও সংগঠনের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার নিরপেক্ষ আচরণ করতে পারেনি। সভা-সমাবেশ দমন করতে গত এক বছরে দেশের বিভিন্ন স্থানে ৬৩ বার ১৪৪ ধারা আইনটি জারি করা হয়।

জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১৭৫ সাংবাদিক নির্যাতন, হয়রানি, হামলা ও হুমকির শিকার হন। এ সময়ের মধ্যে নিহত হন কমপক্ষে তিন সাংবাদিক। প্রতিবেদন অনুযায়ী গত বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন ২২৯ জন। গত বছরের ১ জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ২৯২টি ঘটনায় রাজনৈতিক সহিংসতার শিকার হন প্রায় চার হাজার জন। এতে মারা যান ৩৭ জন।

এর মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রাজনৈতিক নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে ১২টি, নিহত হন একজন। এ সহিংসতার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও কলেজে বছরজুড়ে দখলদারি এবং মারামারি অব্যাহত ছিল। প্রতিবেদনে বলা হয়, পিলখানা হত্যাকাণ্ডের পর আটক বিডিআর সদস্যদের মধ্যে ৫৩ জনের মৃত্যু ঘটে নির্যাতনের কারণে। সরকার পক্ষ থেকে বলা হয়, তারা অসুস্থতায় মারা গেছেন। আইন ও সালিশ কেন্দ্রের তদন্ত অনুযায়ী মৃত ব্যক্তিদের কেউই রোগাক্রান্ত ছিলেন না।

গত বছরের ফেব্রুয়ারিতে সংঘটিত পিলখানা হত্যাকাণ্ডকে প্রতিবেদনে ‘গণতন্ত্র ও পুরো জাতির জন্যই বড় হুমকি’ বলে উল্লেখ করা হয়। গতকালের অনুষ্ঠানে বক্তারা পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের পাশাপাশি হেফাজতে থাকা অবস্থায় ও ক্রসফায়ারে মৃত্যুর ঘটনা তদন্তের দাবি জানান। বক্তব্যে তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ারও দাবি জানান। প্রতিবেদনে ‘নারীর অধিকার’ সংক্রান্ত উপ-শিরোনামে বলা হয়, ২০০৯ সালে সহিংসতা রোধ করতে আইন প্রণয়ন এবং হাইকোর্টের রায় সত্ত্বেও নারী নির্যাতন কমেনি। ধর্ষণের শিকার হন ৪৩৯ জন।

গণধর্ষণের শিকার ১৫৫ জন। ধর্ষণের পর হত্যা করা হয় ৬২ নারীকে। এসব ঘটনায় মামলা করা হয়েছে ২৩৯টি। ২০০৯ সালে পারিবারিকভাবে নির্যাতনের শিকার হন ২৭৭ জন, যৌতুকের কারণে নির্যাতিত হন ২৭৯ জন। যৌতুকের জন্য হত্যা করা হয় ১৮৯ জনকে।

ফতোয়ার ঘটনা ঘটেছে ৩৫টি। অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছেন ৬৩ নারী। প্রতিবেদন অনুযায়ী, গত বছর পার্বত্য অঞ্চলে মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটেছে। বিভিন্ন অঞ্চলে আদিবাসীদের জমি ও ঘর দখল করে নেয়া হলেও প্রশাসন ছিল নির্বিকার। নারী নির্যাতনের ঘটনাও ঘটে।

৩১ জুলাই শারীরিক প্রতিবন্ধী ২৪ বছর বয়সী মিনা চাকমা গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নজরুল হাসানের দ্বারা ধর্ষিত হলেও পুলিশ তাকে গ্রেফতার করেনি। তবে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে ২০০৯ সালে সরকারের উল্লেখযোগ্য উদ্যোগ সেখান থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার এবং ভূমিবিরোধ নিষ্পত্তির জন্য জরিপ শুরুর ঘোষণার প্রশংসা করা হয় প্রতিবেদনে। বঙ্গবন্ধু হত্যা মামলার রায়কে সরকারের সাফল্য উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, জাতি এ হত্যাকাণ্ডের বিচার পায় ৩৪ বছর ২ মাস ২৭ দিন পর। এছাড়া ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন-০৯’, ‘নির্বাচন কমিশন সচিবালয় আইন-০৯’ এবং ‘ফৌজদারি কার্যবিধি (সংশোধন) আইন-০৯’ প্রণয়নও গত বছরের উল্লেখযোগ্য ইতিবাচক অর্জন। তবে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচারের জন্য কার্যকর কোনো পদক্ষেপ গত বছর নেয়া হয়নি বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

* মহাজোট সরকার ক্ষমতায় এসে বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিরুদ্ধে কথা বললেও গত ১০ মাসে আইন-শৃক্মখলা রক্ষাকারী বাহিনীর হাতে প্রাণহানি ঘটে ২০০ জনের। একই সময়ের মধ্যে সারাদেশে রাজনৈতিক সহিংসতা ঘটেছে ২৮০টি। এসব ঘটনায় নিহত হয়েছে ৩৬ জন এবং আহত হয়েছে প্রায় সাড়ে তিন হাজার। সব মিলিয়ে গত এক বছরে আইন-শৃক্মখলা অবস্থার চরম অবনতি হয়েছে। * মহাজোট সরকারের ১ বছরে আইন-শৃক্মখলার চরম অবনতি - বিচারবহির্ভূত হত্যাকান্ড ২০০টি -রাজনৈতিক সহিংসতা ২৮০টি - সংবাদ কর্মী নিহত ৩ জন এখনো মাত্র পাঁচ বছরের এক বছর মাত্র পার হয়েছে।

আইন শাসনের নমুনা যদি এই হয় তাহলে সেই আইনের শাসন আমাদের দরকার নেই। আমরা চাই দেশের জনগণ পেট ভরে ভাত খেয়ে আরামে ঘুমাক,এটাই দেশের জনগণের সহ সবার প্রত্যাশা। জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে বিজয়ী ১৪ দলীয় জোটের কাছে এর চেয়ে বেশি প্রত্যাশা আমাদের নেই। সেই প্রত্যাশা পুরণ করতে পারলে জনগণ আপনাদের বার বার ক্ষমতায় সিড়িতে আরোহন করাবে। আপনাদের সেই জনগণের কাছে দেয়া সকল কথা অক্ষরে অক্ষরে পুরণ করবেন এটাই হোক জনগণের কাছে আপনাদের একান্ত অঙ্গীকার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.