শরাবখানার নীচে অফিস ফেরত আজ
বাইক খাড়িয়ে যেই ধরিয়েছি প্রিয় সিগারেট
এক ঝাঁক কলেজবালিকা ঠারেঠোরে তাকালো
এমনি, মনে হোলো, তারা কি তা হোলে
আমাকে একেবারে ঠিকঠাক আর অবিকল
নিঃসঙ্গ এক যুবক ঠাওরে নিল ঈদের এই
ঝলমলে দিনে । বেরুতে যাওয়ার আগে সেজ
হঠাৎ হারিয়ে গেল স্ক্রিন থেকে, বুঝি ভার
কোন যৌনসখা তুলে নিয়ে গেল তাকে
কক্সবাজারের সমুদ্রফেনায় । আর অচানক
মোবাইলে ভেসে এলো হামবাগ প্রভুর আদেশ
মহম্মদ কী শহর মে । ভাবি বাডি যাওয়া
প্রয়োজন । রাত হোলো ঢের ।
কত কাজ বাকি,
কত আয়োজন । ক্রমশঃ বয়স বাডে । কমে
আসে উদ্দিপনা আর অভিযোগ । একা একা
বাঁচি, বাঁচতে শিখি । এটাই অন্তিম সত্য বলে
মনে হয় ।
আজ তো তোমাদের খুশির ঈদ
গান ভেসে আসে 'মহম্মদ কী শহর মে.....
৩০ কার্তিক ১৪১৭
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।