আমাদের কথা খুঁজে নিন

   

মহারানী জিন্দাবাদ। আপনি হাসলে আমরা হাসি-আপনি কাঁদলে আমরা কাঁদব।

* আমি খুজে বেড়াই নিজেকে *

৫০০কোটি টাকার অবৈধ বাড়ীর মায়া, আঃ। অশ্রুহীন কান্না, নিঃলজ্জ অনুভুতি, এক কাপড়ে বেরকরে দেয়া, পেছনে বড় বাক্স পেঁটরা, ৬৭জন দাস দাসী, খাই খাই পরিবার, অবৈধ অর্থ। ইমেলদা মার্কোস কে মনে পড়ে। কতই তুচ্ছ ইমেলদা তুমি বেগম জিয়ার নিকট। ভোগ বিলাসী জীবন, মানুষের জন্য নির্দয়তা, তার রাজনীতি, ঘিরে থাকা উচ্ছিষ্ট ভোগী লোলুপ মতলব বাজ লোক সকল।

ভেংগে খান খান বিলাসী সংসার, অবিরাম প্রচেষ্টা জোড়া দিবার পাছে কুলহীন ধান্দাবাজি। দেশ চালাতে ভুল বা উদাসীনতা, জনগনের তাকিয়ে থাকা, হয়ত কিছু ব্যবস্থা, কিন্তু না সবার আগে বাড়ির নিশ্চয়তা, ছেলের ভবিষ্যত। জনগন তাকে কি দিবে, তিনিতো জনগনকে দেন দয়া পরবশ হয়ে। মহারানী জিন্দাবাদ। আপনি হাঁসলে আমরা হাসি আপনি কাঁদলে আমরা কাঁদব।

তাই বলে ৫০০কোটি টাকার বাড়ি মেরে দিবেন। জমির মালিক যিনি নয় তিনি কেমন করে জমি দেন আক্কেল শরম কম থাকলে তিনি নেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।