আমাদের কথা খুঁজে নিন

   

মহারানী সমাচার-১



অপরাহ্ন তিন ঘটিকা... বোধ করি উনিশশত আটানব্বই সাল হইবে । বিভাগে একটি মাত্র রমনী থাকার কোন যুক্তিগ্রাহ্য কারন খুঁজিয়া পাওয়ার ব্যাথ্র্ চেষ্টা করিতেছি । ভাবিতেছি- আল্লার কি(!!!) অবিচার...গোটা কতক রমনী থাকিলে কি এমন অসুবিধা হইত তাঁর.... নিদেন পক্ষে উদয়াস্ত গলদঘম্র্ হইয়া অসু্স্থ প্রতিযোগীতার সন্মুখিন হইতে তো হইতনা রমনীরত্নকে মিষ্ট কথায় ভুলাইয়া বাসে তুলিয়া দিতে যাইতেছি । মহারানী বিশ্ববিদ্যালয় হোষ্টেল হইতে পিত্রালয়ে যাইতেছেন...আর আমার হ্ৃদয় বিদীরন: হইয়া যাইতেছে.... মহারানী শকটে আরোহন করিয়াছেন.....শকট চলিতে আরম্ভ করিয়াছে.....অশ্রুস্নাত আখিঁতে তাঁহাকে অধম একটি লেফাফা আবৃত পত্র্ অরপন করিল..... পত্রে লিখা----- "হে সুন্দরী শ্রেষ্ঠা ! - আপনি কি আগামী পঞ্চাশটি ভালবাসা দিবস আমার সহিত উৎযাপন করিয়া ধন্য করিবেন ?" (ক্রমশঃ) বি: দ্র: এই ব্লগটির ঘটনা/চরিত্র সম্পূরন কাল্পনিক জীবিত বা মৃত কাহারও সহিত কোন সম্পরক্ নাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।