দুপুরে বাস ছাড়ার টাইম ছিলো । হরতালের খবর শুনে কাল রাত থেকে ফোন করার চেষ্টা চালাচ্ছি কাউন্টারে । ফোন বন্ধ । একটু আগে গেলাম । ওরা টিকেটের টাকাটা ফেরত দিয়ে দিয়েছে ।
এখন আর কোন বাস বা ট্রেন বা কোথাও কোন সীট নেই ।
ঈদের দুদিন আগে__________দের দল আওয়ামীলীগের নোংরা অমানবিক রাজনীতির প্যাচে পড়ে এই হরতালের ফাঁদে পড়লাম । এই ____রের দল জানতো যে বিরোধী দলের নেতৃকে বাড়ি থেকে ইদের আগে বের করে দিবে, বিএনপি হরতাল দিবে এবং মানুষ বিএনপিকে দোষ দেবে দুর্ভোগে পড়ে । ____রা এই খেলাটা খেলল জেনে বুঝে - ছক কষে, ফাঁদে পড়লাম আমরা ।
এবারের ঈদ মনে হয় ঢাকাতেই ।
এবারের ঈদে আওয়ামীলীগকে চিড়তরে কোরবানী দিলাম ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।