নারায়ণগঞ্জে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে ক্রিকেট ম্যাচের টিকিট না পেয়ে আজ শুক্রবার সকালে শহরের চাষাঢ়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ভাঙচুর করেছেন টিকিটপ্রত্যাশীরা। পরে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় আহত হয়েছে অন্তত ২০ জন।
জানা যায়, আজ শুকবার ভোর থেকে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে ক্রিকেট ম্যাচের টিকিটের জন্য শহরের চাষাঢ়ায় ইউসিবিএল ব্যাংকের সামনে ভিড় করেন কয়েক হাজার টিকিটপ্রত্যাশী। সকাল সাড়ে ৭টার দিকে ব্যাংক কর্তৃপক্ষ এক নোটিশে আজ টিকিট দেওয়া হবে না বলে জানায়।
এতে টিকিট কিনতে আসা ব্যক্তিরা ক্ষুব্ধ হয়ে ব্যাংকট ভাঙচুর করে।
একপর্যায়ে তাঁরা শহরের প্রধান বঙ্গবন্ধু সড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও শটগানের ফাঁকা গুলি ছুড়েছে।
ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।