বার্কলেস সিঙ্গাপুর ওপেনে অংশগ্রহণরত বাংলাদেশী কৃতি গলফার সিদ্দিকুর রহমান আজ চতুর্থ তথা চূড়ান্ত রাউণ্ডে খেলছেন। শুরুতে হোঁচট খেলেও প্রথম রাউন্ডে তিনি ৭১ পারের কোর্স সমাপ্ত করেন ৬৭টি স্ট্রোক খেলে। ফলে ৪টি স্ট্রোক কম খেলে ভালো সূচনাই পেয়েছিলেন।
দ্বিতীয় রাউন্ডে তিনি শেষ করেন এট পার। ৭১ পারের কোর্স শেষ করতে ৭১টি শটই খেলেন।
ফলে মোট স্কোর থেকে যায় মাইনাস ৪। তিনি থাকেন সেরা চল্লিশে।
কিন্তু গতকাল তৃতীয় রাউন্ডে তিনি ভালো খেলতে পারেননি। ৭১ পারের কোর্স শেষ করেন ৭৬টি স্ট্রোক খেলে। ৫টি শট বেশি খেলায় আগের মাইনাস ৪ কাভার হয়ে তাঁর স্কোর হয়ে যায় প্লাস ১।
তিনি পিছিয়ে যান ৬৪ নম্বরে।
আজ আবার ছন্দ ফিরে পেয়েছেন বলে মনে হচ্ছে। ৫ম হোল পর্যন্ত তিনি ৩টি শট কম খেলেছেন। ফলে আগের প্লাস ১ এর ঘাটতি পুষিয়ে তিনি আছেন মাইনাস ২ স্কোরে। এই মুহূর্তে তিনি আছেন যৌথভাবে ৪২ নম্বরে।
বজ্রসহ বুষ্টির কারণে সিঙ্গাপুর সময় ১১টা ৪৮মিনিটে খেলা বন্ধ হয়ে যায়। খেলা এখনো বন্ধ আছে। বাকী অংশটা যেন সিদ্দিকুর আজকের দিনের শুরুটার মত ভালো খেলতে পারেন এই শুভ কামনা রইলো সিদ্দিকুর রহমানের জন্য।
লাইভ স্কোর-
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।