আমাদের কথা খুঁজে নিন

   

জীবন থেকে নেয়া-৩ (আমাদের গলফার)


ছেলেটার নাম সিদ্দিকুর। ১৯৮৪ খ্রিস্টাব্দের ২০ নভেম্বর সিদ্দিকুর রহমান জন্মগ্রহণ করেন মাদারীপুরে। আফজাল হোসেনের তৃতীয় সন্তান। ধামালকোটের বস্তিতে সন্ত্রাসের আড্ডা। কেউ গতর খেটে পেট চালায় কেউবা আরেকজনের টাকা মেরে দিন চালায়।

সিদ্দিকুরও হতে পারত এদের একজন। কিন্তু ও যে সবার থেকে আলাদা। বস্তির সন্ত্রাসময় নেশাগ্রস্থ পরিবেশ থেকে বের হয়ে সামান্য স্বস্তির জন্য এলাকার ভাইয়ের সাথে সিদ্দিকুর চলে আসত কুর্মিটোলায় সেনাবাহিনীর গলফ ক্লাবে। কাজ সামান্য, বল কুড়ানো। মাত্র ত্রিশ টাকার বিনিময়ে সিদ্দিকুর বল কুড়িয়ে দিত কিন্তু এই বলই তার মাথায় ঢুকিয়ে দেয় গলফের পোকা।

কিছুদিন পর বলবয় থেকে ক্যাডির কাজ পায় সে। খেলোয়ারদের পেছনে খেলার সরঞ্জাম নিয়ে ঘুরে বেড়াতে বেড়াতে গলফের ক খ রপ্ত করতে থাকে সিদ্দিকুর। কিন্তু এই বড়লোকের বিলাসী খেলার শখ যে ওর মত নূন আনতে পান্তা ফুরানো গরীবের নয়। তবুও সিদ্দিকুর দমে যাবার পাত্র নয়, কামারের দোকান থেকে রড দিয়েই গলফ ক্লাবের মত দেখতে কিছু একটা বানিয়ে আনে। পড়াশুনার পাশাপাশি তাতেই চলে ওর বিলাসী খেলার প্রয়াস।

এরপর সুবিধাবঞ্চিত গলফারদের এক প্রতিযোগিতায় ও সিলেক্টেড হয়। অনুশীলনে সবথেকে ভালো করে সিদ্দিকুর। প্রচন্ড ধৈর্য্য আর সুতীব্র অধ্যাবসায়ের জোরে একে একে ১২ টি অপেশাদার টুর্নামেন্ট শিরোপা থলিতে পুরে সে। ওকে আর ঠেকায় কে! ইন্ডিয়ান ওপেনে শিরোপা জিতে ইতিহাসের পাতায় নাম লিখে নিল সিদ্দিকুর রহমান। এশিয়ার গলফারদের মাঝে ও এখন নয় নম্বরে।

এর থেকে খুশির আর কি হতে পারে? বস্তির অন্যান্য ছেলেরা যেখানে সন্ত্রাস-নেশায় ডূবে থাকত সেখান থেকে বের হয়ে সিদ্দিকুর আজ গলফের বিশ্ব দরবারে বাংলাদেশের নাম লিখে এল। এভাবেই এগিয়ে যাও সিদ্দিকুর। একদিন টাইগার ঊডস আর এডাম স্কটদের সাথে উচ্চারিত হবে তোমার নাম। তোমাদের মত বাঘেরা আছে বলেই জোর গলায় নিজেদের পরিচয় দিতে পারি। আমরা বাংলাদেশী, আমাদের বাঘেরা বিশ্বসেরা।

গলার স্বর গভীর হলেও চোখে জল চলে আসে তোমাদের কৃতিত্বে। অনেক অনেক অভিনন্দন সিদ্দিকুর রহমান। এগিয়ে যাও, এগিয়ে যাক বাংলাদেশ! আজ তার শুভ জন্মদিন । অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইল তার জন্য । লেখাটি ফেসবুক থেকে নেয়া .
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.