চলো বোদলে যাই
ঈদ এর আগে এইটা আপ্নারা কি করলেন? যা বিপদ তা আমাদের মত সাধারন মানুস ভুগবে কাল আর পরশু, বাড়ি ফেরার সময়ে। আজ একজন রে ঘর ছারা করলেন যদিও তার কত গুল বাড়ি আছে তা সে নিজে জানে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে, তবুও উনি যদি কাল হরতাল দাকেন ত শের এর উপর সয়া শের। বাড়ি ফিরব কাম্নে তা আল্লাহ ই জানেন। ভগান্তি চরমে পউছাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।