আমাদের কথা খুঁজে নিন

   

ধূসর ক্রোধে মত্ত সময়...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!
১. এখন এইভাবে পথ কেটে রাখো, যা বুঝিনা তার একটা ডালপাতাও আঁকতে বলোনা আমাকে। পথ কেটে রাখো যাতে জল বেরুতে পারে। ভুলো মন নিয়ে সারাদিন কিষানের মত খাটো। ধরো এক দুপুরে রূপের সাথে খাদ্য নিয়েই গেলাম না হয়! ঘরে ফিরে বিছানা কাঁথা শুঁকে শুঁকে মাষিকের গন্ধ পাও! উপেক্ষা করতে না পারো যদি--- তবে এখন , এইভাবে চোখ নামিয়ে রাখো। ২. তুমি তবে দূরেই থাকবে।

ঝিলিম বাজার। খটমটে পথ। নোংরা খোসা। বিড়বিড়ে গতি। মানুষ যেটুকু এগিয়ে গেলে পেছন ফিরে দেখে আবার।

ছড়ানো বাদাম। একলা বেঞ্চ। স্মৃতিকাতর ধূলো। উড়োপাতা। অতীত বড় তারতম্যের কাঙাল যদি একটু বদলও ঘটে।

বিষন্নতা। খোঁচাখুঁচি তর্কাতীত। অতঃপর বিমুখ। নির্ঘুম অনন্ত। তখনও ছোঁয়া হয়নি ভালবাসা এখনও।

বেহিসাবি হিসেব। পাতা ঊর্ণাজাল। ভাঙা পাতকড়ি। বহতা সংশয়। সমাধান শেষে তুমি তবু দূরেই থাকবে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।