I never knew how to worship until I knew how to love.
বিশ্বকাপ ক্রিকেট এর ১০০ দিন এর কাউন্ট- ডাউন ১০ তারিখ রাত ১২ টা থেকে শুরু হলো জাতীয় সংসদ ভবনের সামনে বিশ্বকাপ মাস্কট এর ডিজিটাল ঘড়ির সময় গণনার মাধ্যমে। অব্যাবস্থাপনার এক অনুপম নিদরশন এর মাধ্যমে। অনুষ্ঠানের আয়োজক সাহেব, উনাকে দেখা গেছে মঞ্ছ থেকে এরে নামানো ওরে উঠানো এসব করতে। এর মাঝে আমাদের অধিনায়ক সাহেব এত বড় একটি অনুষ্ঠানে টি-শাট্ পরে মঞ্ছে মোচড়ামুচড়ি করতে, চুল ঠিক করতে। আবার একজন মঞ্ছে উঠে দাদা দাদা করে সৌরভ গাঙ্গুলী কে পায়ে ধরে সালাম করতে।
আবার শুনলাম জাতীয় দলের অনেক খেলোয়াড় গেট দিয়ে ঢুক্ তেই পারে নাই। কারন আয়োজক রা ওদের চিনতে পারে নাই। এছাড়া এক দিন যেতে না যেতেই মাস্কট এর গায়ে লাগানো ডিজ়িটাল ঘড়ি বন্ধ। সে যাই হোক এত বড় অনুষ্ঠান একটু ভুল তো হতেই পারে। তাই বলে শেখ হাসিনার ডিজ়িটাল বাংলার ডিজিতাল ঘড়ি এক দিনের মাথায় কিভাবে বন্ধ হয় আমি বুঝলাম না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।