আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম সমুদ্রে যাচ্ছি: ১টু ইনফরমেশন

তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, // সকল সাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখ নিজ প্রাণ

আমরা ৯ জন বন্ধু আগামীকাল রাতের বাসে কক্স'স বাজার যাচ্ছি। পুর্বাভিজ্ঞতা না থাকায় ১টু টেনশান হচ্ছে। কেউ কি ওখানে সাধারণ (কমের মধ্যে) থাকা/খাওয়ার খরচ সম্পরকে ধারণা দিতে পারেন? ইনানী বিচে কিভাবে যাবো? সী বিচে জাগায় জাগায় নাকি চোরাবালি থাকে... কথাটা কি সত্যি? কাছাকাছি কি কি ভালো দেখার মত জায়গা আছে? তথ্য দিয়ে বাধিত করুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।