আমি সন্ধানি চিল, খুজেঁ চলেছি অন্তরের নীল...
অনুভূতিগুলোই আমার সম্বল
কখনো মরিচা পড়েনা,অসুস্হও হয়না।
এক একটা অনুভূতি এক একটা Narcotic
আমি তাদের দ্বারা সত্যিকার addict ।
এইতো সেদিন বাসস্টপে দাড়িয়ে ছিলাম
এদিক ওদিক চোখাচোখী করতেই দেখলাম
শ্যামাও দাড়িয়ে আছে
তাকে দেখামাত্তই ভালোলাগা active হলো
মহানন্দে শরীরের চারিদিকে ছড়িয়েও পড়লো
চোখের সামনে চেনাজানা রঙ ছাড়াও
আরো হাজারো রঙ দেখতে পারলাম
কতকগুলো আবার বুঝতেও পারলাম
সাদার ভিতরের সাদা,লালের ভিতরের অন্য লাল
কিংবা সাদা-লাল নিয়ে সালা, Narcotic ভালোলাগা।
হঠাৎ একটা ছেলের হাত ধরে শ্যামা চলে গেল
বুঝলাম ভালোলাগা শেষ হয়ে যন্ত্তনার শুরু
এক দৃষ্টিতে তাদের চলে যাওয়া দেখলাম
ভাবলাম শহর ঢাকার আজ কি হলো
চারিদিকে শুধু ধূলোবালি, চোখে গেলেতো জল পড়বেই
কিন্তু সবাই ভাববে ছেলেটার আবার কি হলো
কেওতো জানবেনা আমি স্বপ্ন ভাঙার নেশায় এখন নেশাগ্রস্ত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।