A man who is not afraid is not aggressive, a man who has no sense of fear of any kind is really a free, a peaceful man
মনটা আজ ভীষণ খারাপ। ভার্সিটি জীবন শেষ হতে না হতেই আজ আমি নস্টালজিয়ায় ভুগতেছি। আসলেই আমি অনেক EMOTIONAL..... আর কথনো ফিরে আসবেনা সেই বোরিং ক্লাসের ব্যাস্ততা। কপি পেস্টের পেইনফুল অ্যাসাইনমেন্ট আর ক্লাস টেস্ট। অথবা ফরমাল ড্রেস-র প্রেসেনটেশান।
৪ বছরের ক্যাম্পাস জীবনে খুব কম আড্ডা দিছি বন্ধুদের সাথে। কারন প্রাইভেট ভার্সিটির মুরগির ঘরের মত ক্যাম্পাস জীবনে, ক্যাম্পাস কি সেটা বুঝার আগেই দেখি পড়াশোনা শেষ। যাই হোক শেষের কয়েকটা দিনের স্মৃতি আমার আজীবন মনে থাকবে। বন্ধুরা আজ আমার মন অনেক খারাপ, সত্যি অনেক খারাপ। ঘুম আসতেছে না আজ।
অন্তুর মত আমিও বলতেছি, প্লীজ মাফ করে দিস।
Face Book একটা Status দিমু তাও দেখি জায়গা লইছি বেশি। তাই আমার ব্লগেই দিলাম মনের কথাটা। লিঙ্ক দিছি ভাই পড়িস.....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।