আমাদের কথা খুঁজে নিন

   

গম্ভীর পোস্ট পড়তে পড়তে যারা ক্লান্ত তাদের জন্য দুইখান জোকস

রেস্টে আছি আপাতত পোস্টানি বন্ধ :D

প্রথমেই কইয়া দেই , কমন পড়লে আপনার দোষ , কারন আপনে আগেই শুইনা ফালাইছেন , এইটা তো খারাপ করছেনই আবার , কইয়াও বেড়াইবেন , এইটা ঠিক না । ১। তখন পাকিস্তান আমল । অনেক পাকিস্তানি লোকই বাংলা জানতো না । তো এক বাঙ্গালদেশী বাসে করে কোথাও যাবে ।

উঠার পরে দেখল সব সিট দখল , শুধু একটা সিট খালি কিন্তু সেই সিটের পাশের সিটে বসে আছে এক বিশাল মোটা লোক যে খালি সিটের অনেকটা মেরে রেখেছে । বাঙ্গালী লোকটা সেই সিটে গিয়ে বসল । বসল তো ঠিকই , কিন্তু বসে আরাম পাচ্ছে না । কিছুক্ষন পর আস্তে আস্তে বলেই ফেলল , " হালা বোকাচোদা পুরা দুইটা সিট দখল কইরা বইসা আছে " । মোটা পাকিস্তানি লোকটা আবার তা শুনে ফেলল ।

সে বাঙ্গালী লোকটাকে ধরে বলল ( আবশ্যই উর্দুতে ) " আপনি আমাকে কি বললেন ?? বাঙ্গালী লোকটা তো ভড়কে গেল , সে তৎক্ষনাত বলল ( এইবারও উর্দুতে ) " না ভাই বললাম যে আপনার স্বাস্থ্য অনেক ভাল " উর্দু লোকটা এ কথা শুনে খুশি হয়ে গেল । বলল " আরে আমি আর কি বোকাচোদা , আমার বাপ তো আরো বড় বোকাচোদা " ২ এক লোক মোটরসাইকেল কিনল । সে তার এক বন্ধুকে দাওয়াত দিল তার সাথে মোটর সাইকেলে চড়ার জন্য । তো বন্ধু আর সে সাইকেলে করে শহর ঘুরে বেড়াচ্ছে , কিন্তু সে অসম্ভব জোরে সাইকেল চালাচ্ছিল । পিছনে বসা বন্ধু কিছুক্ষন পরে ভয়ে থাকতে না পেরে বলেই বসল , দোস্ত আস্তে চালা , আমার ভয় লাগতাছে ।

লোকটা তাকে জবাব দিল , আরে কোন ব্যাপার না , ভয় লাগলে আমার মত চোখ বন্ধ কইরা রাখ । জোকস পইড়া ভাল লাগল কিনা জানিনা । কমন পইড়া গেলে দুঃখিত । কালকে একটা রম্য রচনা লেখার চেস্টা করেছিলাম , (ছোট গল্প ) : আমি এখন সেইফ সময় করে পড়ে দেখুন । আশা করি ভাল লাগবে ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.