আমাদের কথা খুঁজে নিন

   

গৌতম গম্ভীর -এর সাকিব বিষয়ে সাক্ষাৎকার

পুদিনা পাতার সাথে একান্ত সাক্ষাৎকারে গৌতম গম্ভীর। পুদিনাঃ সাকিবকে কেন দলে নে না? গম্ভীরঃ সাকিবরে দলে নেই না ক্যান জানতে চান? তয় জাইনা লন, সাকিব যে ফর্মে আছে ওই খেললে ম্যান অফ দা ম্যাচ,ম্যান অফ দা টুর্নামেন্ট হইব আর আমাগো গাড়িটা নিয়ে জাবগা,এইটা ঠিক না কারণ আমি নতুন বিয়ে করছি আমারও মাঝে মাঝে আপনাদের বউদিরে লইয়া লং ড্রাইভে যাইতে হয়, তাছাড়া সাকিব এই খেলা চালিয়ে গেলে শাহরুখদা ওরে অধিনায়ক করে দিবো,আর একটা কথা শোনা যায়,গৌরি বউদিরও নাকি সাকিবরে ভীষণ পছন্দ কিন্তু প্রিয়াঙ্কার পছন্দ হচ্ছে সুনিল নারাইন। কাছে আসেন কানে কানে আর একটা কথা বলি, এশিয়া কাপে সাকিব যে আমাদের হারিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ হইছিল সেই দুঃখ এখনও ভুলি নাই।এখনও রাতে সাকিবের কথা মনে হইলেই ডুকরে কেঁদে উঠি।।সাকিবের ওই ইনিংস ভুলতে পারি নাই।।আর বইলেন না ভাই আমার বউ ঝগড়া বাধলে শুধু খোঁচা মারে,"কি সাকিব না তোমাদের বাঁশ দিছিলো" এরপর ও কি ওরে দলে নেওয়া যায়? হ দলে নিমু যখন হারতে হারতে আর উপায় থাকব না তখন ১ ম্যাচে দলে নিয়ে মাত্র ১ ওভার বল দিমু আর ব্যাটিং এ নামাইমু ৮ নাম্বারে...হে হে তারপরে আবার বাদ দিমু।। ভাই, আপনি আবার এইসব কথা কাউকে বলবেন না ভাই ঠিক আছে? (সাক্ষাৎকারটা পুরোটাই কল্পনা প্রসুত কেউ সিরিয়াসলি নিবেন না)  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.