এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..
শুনশান নিস্তব্ধ মধ্যরাত ,ইথারের তরঙ্গ ছাপিয়ে দুটো হ্রদপিন্ড ।
-তুমি আমায় কবে নেবে বলো..
-এইতো ;সব গুছিয়ে নিয়েছি ,আর একটু সবুর করো ।
-আমি এক্ষনি তোমার কাছে যাব ..
-পাগলী !আমি তোমায় কোথায় রাখব বলো ;
-কেন ?তোমার বুকে ;ওখানে একটু জায়গা পেলে আমার হয়ে যাবে ।
-হা হা হা মড়মড়ে হাড় ,মাথার নীচে বালিশ লাগবে যে ।
-হাতটা একটু মেলে দিও ,বিড়াল হয়ে জায়গা করে নেব ।
-তিন বাই ছয় বিছানার ঘের ,জায়গা কি আর হবে !
-প্রশস্ত ও বুক দখল নিয়েছি ,তাতেই চলে যাবে ।
-দাঁড়াবে কোথায় আট ফুট ঘরে ?টিনের চালের তপ্ত পরশ মাথায় এসে ছোঁবে ।
-অসুবিধে নেই । দিনগুলি সব বসে বসে এমনি কেটে যাবে ।
-খাওয়াব কি?মধ্যবিত্তেরও নিম্নে আমি ;নিজের জন্যে জোটেনা এক-মুঠো ।
-সিক্ত ঠোঁটের পরশ দিও ,সকল ক্ষুধা তাতেই মিটে যাবে ।
-আমার ঘরে আয়না নেই ;সাজবে কেমন করে ?
-তোমার চোখেই দেখে নেব আমায় নয়ন ভরে ।
-তের হাতের শাড়ীর আঁচল একাই পড়তে হবে ।
-অফিস না হয় দেরীই হলো ,কুঁচিগুলি গুছিয়ে দিয়ে যাবে ।
-তবেই হলো !রান্না -বান্নার ঝক্কিও কি আমায় পোহাতে হবে?
-আর কে বাপু !রান্না কিছু করেই যেও ,ফিরে এসে খাইয়ে না হয় দিও ।
-বুঝেছি ;ফাঁকিবাজের রানী তুমি ,সব কাজই আমায় করতে হবে ।
-না না ,নিপূণ হাতে মালা গাঁথছি ;তোমায় পড়াব বলে ।
-স্বর্ণলতার আলিঙ্গনে বাকী জীবন এমনি করেই থেক ।
-নির্ভরতার প্রদীপ জ্বেলে আলো করে আমায় তুমি রেখ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।