১
কখনও কি ভেবে দেখেছ,
ঠিক কি নিয়ে তুমি ভাবো?
যাকে নিয়ে এতো দ্বিধা,
তাকেই কেন মনের ক্যানভাসে-
মোনালিসা করে রাখো?
যে গান গাইবে না তুমি
তার-ই সুর কেন ভাজো?
যাকে ফেলে, এতটা পথ পেরোলে
তার ই তরে কেন পিছে ফিরে থাকো?
হবে কি শেষ তোমার এই খেলার
নামবে কি পাল খেয়ালের ভেলার?
কত আর ভাসাবে বিস্বৃতির জলে
যে ছবি আনমনে অহর্নিশি আঁকো ....।
২
তোমাকেই বলেছিলাম
আমার যত কথা,
হাসির ছলে মেলে ছিলাম
আমার যত ব্যাথা,
হ্য়ত বা বুঝতে পারনি
হ্য়ত বুঝেছ, তবে বোঝাতে চাওনি;
দুরে সরে গেছি তাই,
নাকি সরিয়ে দিয়েছ -
জানতে চাইব না কোনদিন
পথে হলে দেখা ||
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।