বিশ্বকাপ ক্রিকেট আসর ২০১১-এর প্রচারণা শুরু হয়ে গেছে। ঘণ্টার হিসাবে বিশ্বকাপ শুরু হতে একশত দিনের গণনা বা কাউন্ট-ডাউন শুরু হবে। এর সঙ্গে বিশ্বজুড়ে প্রচারণার কাজ হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে আইসিসি বিশ্বের সেরা তিন তারকাকে একসঙ্গে করে একটি বিজ্ঞাপন তৈরি করবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বসেরা জিনিয়াস ব্যাটসম্যান ভারতের লিটল মাস্টার শচীন টেন্ডুলকার আর বিশ্বসেরা অফ স্পিনার শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এ মাসের ২০শে নভেম্বর ভারতে একটি ভিডিও চিত্র বা আইসিসির অফিসিয়াল বিজ্ঞাপন চিত্রে মডেল হিসাবে অংশ নেবেন। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম ঘটনা যে, এ দেশের কোন ক্রিকেটার আইসিসি’র সেরা তিন বাছাইকৃত তারকার মধ্যে আছে। ১৯শে নভেম্বর সাকিব আল হাসান ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন। আর আইসিসি’র এই বিজ্ঞাপন চিত্রটি (ভিডিও চিত্র) জানুয়ারিতে বিশ্ব জুড়ে প্রচার করা হবে বলে জানিয়েছেন লোকাল অর্গানাইজিং কমিটির আহ্বায়ক দেওয়ান সফিউল আরেফিন টুটুল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।