এখানে কী লেখা যায়, ভাবছি এখনো .............
আপনাদের কাজে লাগসে দেখে আমি খুশি। আপনাদের কমেন্ট এ উৎসাহিত হয়ে আরও
কিছু পোস্ট দিলাম। ভাল লাগলে জানাবেন।
আপনাদের সামনে কিছু চরম ট্রিক তুলে ধরব যা অধিকাংশ Win-7 user-ই জানেন না ।
নিন তাহলে চমক শুরু করি...
Snipping Tool
আপনি কি দিয়ে Screenshot নেন ?? নিশ্চয়ই LightShot বা FireShot বা অন্য কোন সফটওয়্যার ?
কিন্তু আপনি কি জানেন এই কাজের জন্য চমৎকার একটা জিনিস আপনার পিসিতেই লুকানো আছে ??
Start Menu-তে গিয়ে সার্চবারে লিখুন Snipping Tool.
আর মজা দেখুন... :lol:
Control Panel-এ বারবার ঢুকতে কষ্ট হয় ?
Taskbar-এ রাইট ক্লিক করে Properties-এ ঢুকুন ।
এরপর, Start Menu-তে ঢুকে Customize-এ ঢুকুন ।
ব্যস, OK করে বেরিয়ে আসুন ।
চাইলে ব্রাউজার ছাড়াই ইন্টারনেট ঘুরাতে পারি !!
কি বিশ্বাস হচ্ছে না ??
তাইলে দেখেন...
Taskbar-এ ক্লিক করে Toolbars-এর ওপর মাউস রেখে Address -এ ক্লিক করুন...
তারপর ??? দেখুন...
এইটা সরিয়ে ফেলতে একইভাবে Address থেকে টিক তুলে দিন ।
Microsoft Word
আপনার কি Microsoft Word ভাল লাগে না ?
আমারও লাগে না । ভাল না লাগলেও কি আমাকে এটা ইউজ করতে হবে ??
না, কখনই না !!!
Start Menu-তে সার্চ করুন Word Pad. আর এই Word Pad দিয়েই আপনি MS Word-এর Document খুলতে পারবেন !
বন্ধুদের জ্বালায় অবস্থা খারাপ ??
বন্ধুরা কি কম্পিউটার নিয়ে কাড়াকাড়ি করে ?
তা করুক, কিন্তু আপনার মুল্যবান ডাটা হারিয়ে যাওয়ার ভয় নেই তো !!! কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে না তো ?
যাই হোক, আপনাকে আর চিন্তা করতে হবে না।
Run Command-এ যান (win key + R)
এরপর লিখুন PSR এবং এন্টার দিন ।
এবার কম্পিউটারে যা যা করা হবে সবকিছুই Record হতে থাকবে ।
এতে করে আপনার কম্পিউটারের কিছু হলে আপনি কি করে কি হল তা ধরতে পারবেন এবং সমাধান করা সহজ হবে ।
--Collected
কেমন লাগলো তা জানাবেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।