আমাদের কথা খুঁজে নিন

   

পার্বত্যাঞ্চলের প্রধান পর্যটন কেন্দ্র মেঘলাতে ‘ক্যাবলকার’ চালু



ডিজিটাল দিনাজপুর ## বহুদিনের প্রত্যাশিত ‘ক্যাবলকার’ সংযোজিত হল বান্দরবনের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র মেঘলা-তে। পার্বত্য তিন জেলার মধ্যে বান্দরবান জেলাতেই প্রথমবারের মতো ক্যাবলকার স্থাপিত হয়েছে। এটি স্থাপনের ফলে সারা দেশ থেকে পাহাড়ি অঞ্চলে আগন্তুক পর্যটকরা নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে পারবেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি রবিবার বিকালে মেঘলায় পর্যটন কেন্দ্রে এ ক্যাবলকারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বান্দরবন সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহ আতিকুর রহমান, জেলা ও দায়রা জজ মো. কাওসার আহমদ, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার কামরুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল ইমাম খান, পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য শফিকুর রহমান ও কাজল কান্তি দাশ, সদর উপজেলা চেয়ারম্যান এম এ কুদ্দুছ সদর, ‌উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জামান এবং জেলা পর্যায়ের রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তারা।

অনুষ্ঠানে বীর বাহাদুর জানান, মেঘলা পর্যটন কেন্দ্রে এ প্রথমবার পর্যটকদের বিনোদনে ক্যাবলকার চালু হওয়ায় জেলায় পর্যটনের সম্ভাবনাকে আরও বেগবান করে তুলেছে। তিনি বলেন, পর্যায়ক্রমে জেলা সদর ও জেলার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোতেও ক্যাবলকার স্থাপনে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, জেলা প্রশাসনের উদ্যোগে সম্পূর্ণ দেশি প্রযুক্তিতে এ ক্যাবলকার স্থাপিত হয়েছে। প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে এটি স্থাপন করা হয়। এ ক্যাবলকারকে আরও উন্নতমানের করা হবে এবং পর্যটকদের আকর্ষণীয় করে তোলা হবে বলেও তিনি জানান।

জেলা সদর থেকে ৪ কিলোমিটার দূরে কেবি সড়কের পাশে মেঘলা পর্যটন কেন্দ্রে বিশাল লেকের ওপর স্থাপিত ক্যাবলকার বিদ্যুৎ ও জেনারেটরের মাধ্যমে সার্বক্ষণিক চালু রাখা সম্ভব হবে। প্রায় ৬০০ ফুট ক্যাবলতারে ঝুলন্ত অবস্থায় এ ক্যাবলকার চালু করা হয়েছে। ক্যাবলকার ভ্রমণে প্রতিজনকে এক চক্করে ৩০ টাকা প্রদান করতে হবে। সূত্র : Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।