এই পোস্ট শুধুই নিজের ভালোলাগাটা শেয়ার করার উদ্দেশ্যে। ভালোলাগা কিছু গান। কদিন আগে রিলিজ হয়েছে ডুয়েট এলবাম 'শুধু তোমাকে'। মিফতাহ জামান আর সারাহ বিল্লাহ এতে গান গেয়েছেন। মিফতাহের সংগীতায়োজনে সব মিলিয়ে ১০ টি গান আছে।
গানগুলোর কিছু অসাধারন লিরিক,মিফতাহ আর সারাহ'র ক্ল্যাসিকাল বেইজড গলায় সুন্দর গায়কী গানগুলোকে বেশ প্রিয় করে তুলেছে আমার কাছে।
১ম গান-চির অধরা। এর লিরিক খানিকটা-
''অবাক চাঁদের আলোয় দ্যাখো ভেসে যায় আমাদের পৃথিবী,
আড়াল হতে দেখেছি তোমায়-নিস্পাপ মুখখানি,
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়,বুঝিনি কভু সেই মায়া তো আমার তরে নয়,ভুলগুলো জমিয়ে রেখে বুকের মনিকোঠায়,আপন মনের আড়াল থেকে ভালোবাসব তোমায়। "
আরেকটি গান,
''জলের কোলে জোৎস্না খেলে -আমি শুধু অবাক চেয়ে,
আমার ভেতরে ডুবসাতারে জলকেলি কাকে যেন পেয়ে,
কবিতার প্রিয় কোন চরনে,কে যেন আসে আজ স্মরনে,
চুপচাপ শিশির ঝরে...............। ।
"
কিছু ইনফোঃ(ইন্টারনেট থেকে)
সারাহ বিল্লাহ বর্তমানে কানাডায় অবস্থান করছেন। কানাডায় যাওয়ার আগ পর্যন্ত তিনি ছায়ানটে নজরুলগীতি বিভাগের শিক্ষিকা ছিলেন। তার একক অ্যালবাম ‘মোমের আলো’ এ বছরের শুরুতে বেঙ্গল মিউজিকের ব্যানারে বাজারে এসেছিল। সারাহ বিল্লাহ ক্রিমসন ব্যান্ডের একজন সদস্য এবং তার ব্যান্ডের অ্যালবাম সূর্য এখন বাজারে রয়েছে। ছায়ানট সংগীত বিদ্যায়তনের নজরুল সংগীত বিভাগের এ সাবেক শিল্পীর সংগীত জীবন শুরু হয় সাড়ে ৩ বছর বয়সে।
গান শিখেছেন ওস্তাদ আলী ইমামের কাছে। ১৯৯৮ সালে ছায়ানট সংগীত বিদ্যায়তনে ভর্তি হয়ে নজরুল সংগীতের ওপর প্রথম স্থান নিয়ে ৫ বছরের নজরুল সংগীতের কোর্স সম্পন্ন করেন। গানের প্রাপ্তি হিসেবে ১৯৮৯ সালে জাতীয় শিশু পুরস্কার ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় গোল্ড মেডেল জয় করেন তিনি।
আর মিফতাহ ঝিনাইদহ ক্যাডেট কলেছে পড়ার সময় আন্তঃক্যাডেট কলেজ সংগীত প্রতিযোগিতায় ৩ বার সেরা কণ্ঠশিল্পী হিসেবে পুরস্কার পান।
*http://www.facebook.com/pages/Miftah-Zaman/107956835910504-মিফতাহ ফেসবুক ফ্যান পেইজ।
Click This Link
এখানে এনটিভিতে প্রচার হওয়া একটা গানের ভিডিও পাবেন। আশা করি বুঝতে পারবেন ভয়েস কোয়ালিটি। আর এলবামটি কোথাও আপলোড হয়েছে কিনা জানিনা। লিঙ্ক না দেয়ায় মাইনাস দিলে কোন আপত্তি নেই। মিফতাহের গানের ফ্যান হিসেবে চাইব সবাই শুনুন গানগুলো-এলবাম কিনে।
আশা করি,ফেসবুক ফ্যান পেজের ভিডিও তে গান শুনেই মিফতাহের গলা বুঝতে পারবেন। আর হ্যা,ভুলে গেছিলাম-ফুয়াদ ফিচারিং কনা এলবামে মিফতাহের একটা গান আছে।
Click This Link
এটাও দেখুন
Click This Link
আর সারাহ'র পুরোনো এলবাম শুনে দেখতে পারেন।
হ্যাপী মিউজিক টাইম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।