আমাদের কথা খুঁজে নিন

   

মিলা’র নতুন এলবাম “রি ডিফাইণ্ড” এর রিভিউ...



mila's re-defined মিলা আবার ফিরে এসেছে,তার নিউ এলবাম “রি ডিফাইন্ড” নিয়ে। এলবাম এর মিউজিক ডীরেক্ট করেছে ফুয়াদ আল মুকতাদির। এল্বাম টা সম্বন্ধে একটা রিভিউ লিখলাম,তবে কোনো ডাউনলোড লিঙ্ক দিচ্ছি না,এলবাম টা পারলে কিনেই শুনুন। কোয়ালিটি ভালো পাবেন+শিল্পীরাও খেয়ে বাচবে(!) ইন্ট্রোঃ কিছুই না;একটা ৫ সেকেন্ডের মিউজিক। দোলাঃ খুব ফাস্ট টেম্পোর গান,ডিস্কো টাইপ।

ফুয়াদের টিপিকাল গানগুলার মতই,বেশ বিট সমৃদ্ধ। শাহান কবন্ধের লেখা লিরিক টা ভালোই হয়েছে। রেটিং-৩ বৃস্টি নাচে তালে তালেঃ এখানে মিউজিক এ একটু বাশী এড করা হয়েছে,মিউজিকের মানটাও খারাপ হয়নি একদম(এক্সপেরিমেন্টাল টাইপ)। গানের স্টাইল মিলার অন্য গান গুলার মতন প্রায়,তবে স্লো টেম্পো(অন্য গান গুলোর অপেক্ষা)। গানটার ভেতরে মেল ভয়েসে গাওয়া একটা ইংলিশ পোর্শন আছে,এটা বেশ ভালো লাগসে।

রেটীং-৩ ডিস্কো বান্দরঃ এই গানটার সাথে সবাই প্রায় পরিচিত,যারা এফএম শুনে,কারন গানটা আগেই এফএম এ রিলিজ হয়েছিল। লিরিক টা অসম্ভব মজার-শাহান আর অনিক লিখেছেন। গানটার মাঝে বেশ কিছু ইন্ডীয়ান মিউজিক ব্যবহার করা হয়েছে,ফুয়াদ নিজেও একটূ গেয়েছে। হাই বিটের গান,মিউজিক টাও সুন্দর হয়েছে। গানটাকে অনেকে যেমন ভালো ভাবে নেবে,আমার মনে হয় অনেকেই আবার বেশ খারাপ ভাবেই নিবে।

রেটীং-৩.৫ নীরবেঃ একদম লো টেম্পোর গান,তবে যারা মিলার ছেড়া পাল গানটা পছন্দ করেছিলেন,আমি শিওর যে এ গানটাও পছন্দ করবেন। আসলেই এখানে মিলার প্রতিভার পরিচয় পাওয়া গেছে,একদম খারাপ গায়না মেয়েটা। এখানেও সাপর্টিং ভোকাল হিসেবে মেল ভয়েস শুনা গেছে। লিরিক টা অসম্ভব সুন্দর(এটা নাকি সংগ্রহ করা),মিউজিক বলতে শুধু পিয়ানো আর কিছু বর্ষার এফেক্ট। এই গানটা এলবাম কিনে সবার আগেই শুনা উচিত,আমি মনে করি।

রেটীং-৪ নিশা লাগিলোরেঃ এটা বিখ্যাত গান “নিশা লাগিলোরে,বাকা দুই নয়নে নিশা লাগিলো রে” এর রিমেক। মিউজিক টা ভালোই হয়েছে। তবে কেন জানি গানটা মিলার কন্ঠে আমার ভালো লাগেনি। আসলে গানটা কালজয়ী,এটা নিয়ে কাজ করার সময় আরো একটু সচেতন হওয়া উচিত ছিলো। তবুও একেবারে খারাপ হয়নি।

মিউজিক এ কোথাও কোথাও হিন্দি একটা শোনা মিউজিকের সাথে মিল পেয়েছি!! রেটীং-৩.৫ তুমি কি সাড়া দিবেঃ এই গানটা প্রথমে ইউজ করা হয়েছিল ডিজুস এর বিজ্ঞাপনে,জন(ব্লাক) আর মিলাই গেয়েছিল। গানটা ওই সময় খুব জনপ্রিয় হয়েছিল,সেই জনপ্রিয়তাকে পুরোপুরি ব্যভার করতেই মনে হয় এই গানটা তৈরী করা হয়েছে। এই গানটা এই এলবামে আমার সবচেয়ে প্রিয় গান। মিউজিক টা রক ধাচের,মিলার গলায় গানটা মারাত্মক মানিয়েছে। এটা একটা “মাস্ট লিসেন টু” গান।

ফুয়াদের এই মিউজিক টা বেশ ভালোই হয়েছে। রেটীং-৪ বিশ্বাসঃ একঘেয়ে লাগলো গানটা। মিউজিক টা ভালো লাগেনি। মিলার ভয়েস এর কোন ব্যবহার ই করা হয়নি। রেটীং-৩ খোলা আকাশঃ গানটার শুরুতেই বিশপের rap,সারা গান জুড়েও আছে!!ভালো লাগসে এই পর্শন টা।

আর মেইন গানটা সেই “টিপিকাল মিলা সং”। তবে লিড গিটারের আর বিটের কারনে গান টা ভালো লাগতেই পারে। রেটীং-৩.৫ চাদের বুড়ি(রিমিক্স): খারাপ না একদম। গানের মধ্যভাগ টা ভালো লাগসে। মিউজিক টাও ভালোই(যদিও ভেরিএশন নাই) রেটীং-৩ পাপের পূজারীঃ গানটার প্রথমেই কবিতা রয়েছে,রাহাত আবৃত্তি করেছেন।

কন্সেপ্ট টা ভালো লাগসে,গানটাও সুন্দর। লিরিক টাও চমতকার। আমার ভালো লাগসে অভার অল গান টা। হাহা...সানাই(!) এর পর্শন টা ভালোই লাগবে। রেটীং-৪ স্বপ্নঃ অন্য ফ্লেভার এর গান।

আপনি যদি ইন্ডিয়ান পারিনিতা মুভির “নাহি নাহি ইয়ে বাত হে পুরানি” গানটা শুনে থাকেন ,তাহলে হাল্কা মিল খুজে পাবেন। গানটা সুন্দর এবং ভিন্ন স্বাদের। রেটীং-৪ সিটিজি ফানঃ এইটা একটা ফানি অডিও ক্লিপ,জেখানে মিলা এক গায়েবী আওয়াজ শুনে বেজবাবার কাছে সাহায্য প্রার্থনা করতে থাকে!! রেটীং-?? যাদুঃ এটাও একটূ অন্যরকম গান। একটূ দ্রুত লয়ে গান। এই গানটাও মজার।

শুনে মজাই লাগসে। বেশ বিট ওয়ালা গান। রেটীং-৩.৫ দোলা(যাত্রাবারী!রিমিক্স): দোলা গানটার রিমিক্স,তবে জেনুইন টার চেয়ে ভালোই লাগসে। রেটীং-৩.৫ যাত্রাবালা(রিমিক্স): মিলার বিখ্যাত যাত্রাবালার আনপ্লাগড ভার্সন। গিটারের সাথে করা,অসম্ভব্ ভালো(জেনুইন টা থেকে)।

শুনে ভালো লাগসে,তবে গানের শুরুতে মমতাজ রে হাল্কা পচানো হইসে(??)। গানের ভেতরের পর্শন বেশি ভালো লাগসে। সব মিলায়ে গানটা ভালই। রেটীং-৪ বিশ্বাসঘাতক মিরজাফরঃ অসম্ভব মজার গান। হাহা,না শুনলে বুঝা জাবেনা... “এক পাঞ্জাবি কুড়ি মুজে ডাম্প কার দিয়া... এক বাঙ্গালি লাড়কি মুঝে ফ্রী মে মিল গায়া...” রেটীং-৫(!!) সর্বমোট রেটিং(পুরো এলবাম)-৪ *সব রেটীং গুলো ৫ এর মধ্যে বিবেচনা করা হয়েছে।

এটা কোণো বিশেষজ্ঞ-এর রিভিউ নয়,তাই দ্বিমত থাক্তেই পারে। কারো মনে যদি আঘাত লাগে তাহলে মাফ করবেন। মিলা কে নিয়ে লেখা চাচামিঞার পোস্ট টা দেখে আসুন,ভিডিও টা যেন মিস করেন না Click here please

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।