আমাদের কথা খুঁজে নিন

   

এলবাম রিভিউঃ CSEJTHE - 'Reminiscence' (2013)

ব্লগাই না, কমেন্টাই............। । Atmospheric Black Metal গান গুলো যাদের পছন্দ বা শুধু মেটাল গানের ভক্ত যারা তারা কানাডিয়ান ব্যান্ড Csejthe (Say-J-Thay) এর নতুন এল্বাম ‘Reminiscence’ না শুনলে মিস করবেন খুব। পৃথিবীর যত বিষাদ সব কিছু একাকার হয়ে আছে Reminiscence এর ট্র্যাকগুলোতে। Faded growl ও scream এর পাশাপাশি গিটারিস্টদের রিফ গুলো গান গুলো গাঢ় শোক ও গ্লানির আরও গভীরে নিয়ে গেছে।

মেটাল ইন্সট্রুমেন্টের পাশাপাশি কম্পোজার faded choirসহ অন্যান্য সাউন্ড ইফেক্টের অনন্য ব্যবহার করেছেন। এক কথায় Csejthe শুধু atmospheric/ambient নয়, symphonic genre গুলোর মাঝে স্বকীয় স্থান করে নিল। ট্র্যাক গুলো বিচ্ছিন্ন নয় এবং সব যেন এক সুরে বাধা। প্রতিটি পরবর্তী ট্র্যাক টেনে নেয় গাঢ় বিষাদ, শোক, হতাশা, অপার্থিবতা, ভুলে যাওয়া ভাঙ্গা প্রাসাদের গহীন থেকে উঠে আসা অস্পষ্ট chanting আর দুর্জ্ঞেয় প্রাচীন রহস্যময়তার মায়াজালে একটু একটু করে। ব্ল্যাক্মেটালের মাঝে হাঙ্গেরীয় কাউন্টেস এলিসাবেথ বাথরী (Bathory) এর নামটা বারবার আসে।

Csejthe সেই প্রাসাদের নাম যেখানে কাউন্টেস বাথরীর অন্ধকার আত্মার ক্ষুধার জন্য বলি হত শত শত কুমারী মেয়েরা। Reminiscence এল্বাম আর্ট সিম্পল কিন্তু গভীর। আঁধার রাতে গাছ-ছাওয়া হারানো কোনো পথ ধরে সম্মহিত এক আহত রমণী ক্ষত থেকে রক্ত ঝরাতে ঝরাতে এগিয়ে চলেছে। সাদা পোশাকের এই রমণী চলে যাচ্ছে কিন্তু রেখে যাচ্ছে তার রক্তাক্ত চিহ্ন। এই চিহ্ন যে Reminiscence এর ইঙ্গিতবাহী; এল্বাম টাইটেলের এমন চিত্রায়ন খুব কম ব্যান্ডই করে বা করতে পেরেছে।

ট্র্যাক গুলো হলোঃ 1. Oraison 01:16 2. Réminiscence 07:42 3. Chasseresse 06:11 4. L'antique blason 06:50 5. Adjuration 00:37 6. Dorko, la malveillante 04:17 7. Maléfice 05:00 8. Chant des martyres 09:55 রান টাইমঃ 41:48 Csejthe এর অন্যান্য এল্বাম নিয়ে জানতে দেখুনঃ Click This Link Csejthe এর গানগুলো ভাল লাগলে শুনে দেখুন Entropia ও Abigail Williams এর এলবামগুলো। এল্বামটি আমি পেয়েছি thelastdisaster.net থেকে। এখানে লিঙ্ক ডেড হলে অন্যান্য Release সাইটে পেয়ে যাওয়ার কথা। এছাড়া টরেন্টেও পাওয়ার কথা। সামনে ২০১৩ এর আরও কিছু মেটাল এল্বাম রিভিউ করব আশা করছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.