খালশিপুর থানার ওসি সুকুমার বিশ্বাস জানিয়েছেন, শনিবার রাত ১০টায় গাবতলার সিটি পলি টেকনিক্যাল কলেজ এলাকা থেকে বাদল ধরকে (৪০) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরীর হালদার পাড়ার বাসিন্দা বাদল দলীয় কোন পদে না থাকলেও ১৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগকর্মী হিসাবে পরিচিত ছিলেন।
নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই জানিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, ময়না তদন্তের আগে তা নিশ্চিতভাবে বলা যাবে না।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত ৮টার দিকে খালিশপুর ক্লাবে খুলনা সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না ও দলীয় কর্মীদের সঙ্গে ছিলেন বাদল।
পরে রাত ১০টার দিকে গাবতলার ওই এলাকায় একদল দুর্বৃত্তের সঙ্গে তার হাতাহাতি হয়। কিছুক্ষণ পর গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাকে খালিশপুর হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।