এছাড়া নগরীর কয়েকটি স্থানে হরতালের সমর্থনে মিছিল ও বিক্ষোভ করেন জামায়াত-শিবিরকর্মীরা।
পুলিশ ইসলামী ছাত্র শিবিরের সাত জন কর্মীকে আটক করেছে।
খুলনা সদর থানার ওসি শাহবুদ্দীন আজাদ জানান, জামায়াত-শিবিরকর্মীরা টুটপাড়া মহির বাড়ী খাল পাড় এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় ছয় জনকে আটক করা হয়।
সোনাডাঙ্গা থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, বসুপাড়ায় পিকেটিংয়ের চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে এক জনকে আটক করে।
সকাল থেকে নগরীতে হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল থেকে কোনো পরিবহন ছাড়েনি। যথাসময়ে গন্তব্যেস্থলের উদ্দেশ্যে ছেড়ে গেছে ট্রেন ও লঞ্চ।
অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অফিস আদালত এবং ব্যাংক-বীমার কার্যক্রম অনেকটা স্বভাবিক রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।